ইউরোপ বাংলা ডেস্কঃ প্রধানমন্ত্রী আন্তোনিও কস্তা ইতিপূর্বে ঘোষণা দিয়েছেন আগামী ১১ ই মার্চ নতুন বিধিনিষেধ ঘোষণা করবেন তবে এ বিষয়ে কী কী ব্যবস্থা হতে পারে তার একটি পরিকল্পনা গত ৮ ই মার্চ মহামারী প্রেক্ষাপটে গঠিত টেকনিক্যাল টিমের অন্যতম সদস্য মানুয়াল কারমো গোমেজ সংবাদমাধ্যমকে উপস্থাপন করেছেন যেখানে লকডাউন ধীরে ধীরে তুলে নেওয়ার জন্য পাঁচটি স্তর ঘোষণা করা হয়েছে।

তাছাড়া সাথে সংক্রমণ হিসাবের ক্ষেত্র পাঁচটি ক্যাটাগরি নির্ধারণ করা হয়েছে অর্থাৎ প্রতি ১ লক্ষ জনগণের মধ্যে যদি ২৪০ বেশি মানুষ নতুন করে আক্রান্ত হয় তাহলে ৫ নম্বর লেভেল, ১২০ জনের বেশি ৪ নম্বর লেভেল, ৬০ জনের বেশি ৩ নম্বর লেভেল, ৩০ জনের বেশি ২ নম্বর লেভেল এবং ৩০ জন পর্যন্ত এক নম্বর লেভেল।
প্রতিটি ধাপে ১৪ দিনের সংক্রমণ বিবেচনায় পরবর্তী ধাপে যাবে অর্থাৎ বর্তমানে লকডাউন ৫ নম্বর লেভেল এরপরে ক্রমান্বয়ে ১৪ দিন পর তথ্য বিশ্লেষণ করে লেভেল অনুযায়ী যে পরিমাণ সংক্রমণ থাকবে সেই স্তরের বিধি নিষেধ কার্যকর হবে যদি বেড়ে যায় তাহলে উপরের দিকে যাবে আর যদি সংক্রমণ কম হয় তাহলে কমতির দিকে যাবে।
বর্তমান প্রেক্ষাপটে সম্ভাব্য আগামী ১৬ তারিখের পর ৪ নম্বর লেভেল এ প্রথমে প্রি স্কুল এবং প্রথম সার্কেলের প্রাথমিক বিদ্যালয় খোলা হবে, যেসব কর্মক্ষেত্রে বাইরের মানুষের সংস্পর্শ নেই তারা কাজে যোগদান করতে পারবে, বর্তমানে বন্ধ বাণিজ্যিক প্রতিষ্ঠান দোকানের জানালা বা সম্মুখ ভাগের কাউন্টার থেকে বিক্রয় করতে পারবে তবে টাইম-টেবিল নির্দিষ্ট থাকবে, রেস্টুরেন্টে এবং হোম ডেলিভারি বজায় থাকবে।
পরবর্তীতে নতুন সংক্রমণ সংখ্যার বিচারে ক্রমান্বয়ে নিচের দিকে নামতে থাকবে তবে যদি কোন কারনে যে কোন লেভেলে ৩০ শতাংশ বেশি হয় তাহলে তার পূর্ববর্তী লেভেলে যাবে তবে যদি তা ৬০ শতাংশ বেশি হয় তাহলে তা পুনরায় ৫ নম্বর লেভেলে অর্থাৎ বর্তমান লকডাউন পরিস্থিতিতে ফিরে আসবে।
এটি একটি সম্ভাব্য প্রস্তাবনা উপস্থাপন করা হয়েছে পরবর্তীতে যাচাই-বাছাই করে মন্ত্রিসভা এবং পার্লামেন্টে অনুমোদন নিয়ে প্রধানমন্ত্রী আন্তোনিও কস্তা আগামী ১১ ই মার্চ চূড়ান্ত বিধিনিষেধ ঘোষণা করবেন।