Thursday, এপ্রিল ১৮, ২০২৪

ঢাকা থেকে ব্রিটিশ/ইউরোপিয়ান নাগরিকদের ফিরিয়ে নিতে আরো তিনটি বিশেষ ফ্লাইট

ইউরোপ বাংলা ডেস্কঃ করোনা পরিস্তিতিতে বাংলাদেশ থেকে ব্রিটিশ নাগরিকদের যুক্তরাজ্যে ফিরিয়ে নিতে আরো তিনটি  বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করেছে ব্রিটিশ সরকার।

এর ফলে নভেল করোনাভাইরাস (কভিড-১৯) মহামারির পটভূমিতে বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে ব্রিটিশ ফ্লাইটের সংখ্যা ৯-এ উন্নীত হবে। এর আগে গত ২১, ২৩ ও ২৫ এপ্রিল বিশেষ ফ্লাইটে ব্রিটিশ নাগরিকরা ঢাকা ছাড়েন। আজ রবিবার একটি বিশেষ ফ্লাইটে শতাধিক ব্রিটিশ নাগরিকের যুক্তরাজ্যে ফিরে গেছেন ।

ব্রিটিশ হাইকমিশন জানায়, আগামী  ৩ মে ঢাকা-লন্ডন এবং ৫ ও ৭ মে সিলেট-ঢাকা-লন্ডন রুটে বিশেষ ফ্লাইট যাবে।

ঢাকায় ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন বলেছেন, পূর্ববর্তী  সফল ফাইট পরিচালনার পর ৩ মে  বিকালে আরো একটি  ফ্লাইট লন্ডন যাবে। আমরা আরো ৩ টি  ফ্লাইটের ব্যবস্থা করেছি। ওই ফাইটগুলোতে আসন সংরক্ষণের জন্য তিনি ভ্রমণ পরামর্শে উল্লেখিত ‘করপোরেট ট্রাভেল ম্যানেজমেন্ট (সিটিএম)’ ওয়েবসাইটে নিবন্ধনের পরামর্শ দেন। যারা ইতোমধ্যে আসন সংরক্ষণ করেছেন তাদের দ্বিতীয়বার সংরক্ষণ না করার জন্য তিনি পরামর্শ দিয়েছেন। কারণ এতে জটিলতা তৈরি হবে এবং ফেরা বিলম্বিত হতে পারে।

ব্রিটিশ হাইকমিশনার বলেন, সবচেয়ে ঝুঁকিতে থাকা ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

৩, ৫, ৭ মে যেসকল ফ্লাইট পরিচালিত হবে তাদের মধ্যে শুধু ব্রিটিশ নাগরিক ই নন যারা ইউরোপিয়ান সিটিজেন ইউকে ছিলেন তারাও চাইলে এই ফ্লাইটে ব্রিটেন ফিরতে পারবেন। এবং যাদের ব্রিটিশ ভিসা বা রেসিডেন্স পারমিট আছে তারা চাইলে ব্রিটেন ফেরত যেতে পারবেন। টিকেটের মূল্য নির্ধারণ করেছে ৬০০ পাউন্ড ওয়ান ওয়ে ফ্লাইট। তবে সিট পাওয়ার উপর নির্ভর করবে তারা ঠিক কত জন ইউ নাগরিক নিতে পারেন। সবাইকে বাধ্যতামূলক করপোরেট ট্রাভেল ম্যানেজমেন্ট (সিটিএম)’ ওয়েবসাইটে নিবন্ধন

করতে হবে প্রথমে, তারপর পরবর্তী মেইলে তারা পেমেন্টের লিংক শেয়ার করবেন। পেমেন্ট কমপ্লিট হলে আপনাকে টিকেটের ডিটেইলস মেইলে পাঠিয়ে দেয়া হবে .

করপোরেট ট্রাভেল ম্যানেজমেন্ট (সিটিএম)’ ওয়েবসাইটে নিবন্ধন করবেন এই লিংকের মাদ্ধমে – ঢাকা থেকে ব্রিটেন স্পেশ্যাল ফ্লাইট ২০২০

নিউজটি দরকারী মনে হলে সবার সাথে শেয়ার করতে পারেন, আর কেউ এই বেপারে হেল্প লাগলে আমাদের সাথে কন্টাক্ট করতে পারেন। ধন্যবাদ 

ইউরোপ বাংলা

ইউরোপ বাংলা

একজন ফ্রিল্যান্স রাইটার, ব্লগার, এডুকেশনাল কনসালট্যান্ট, ক্যারিয়ার কাউন্সিলর, উদ্যোক্তা।

Related Posts

Next Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

I agree to the Terms & Conditions and Privacy Policy.

ফেসবুকে ইউরোপ বাংলা