Friday, মার্চ ২৯, ২০২৪

রোমানিয়া সীমান্তে ২৮ বাংলাদেশি ও মিশরীয় আটক

ইউরোপ বাংলা ডেস্ক : ইউরোপের দেশ রোমানিয়ার পশিম নাডলাক সীমান্তে একটি ট্রাকে লুকিয়ে থাকা অবস্থায় ২৮ জন মিশরীয় ও বাংলাদেশিকে পাওয়া গেছে। তাদের আটক করা হয়েছে। সীমান্ত ক্রসিং পয়েন্টে প্যালেট বহনকারী ওই ট্রাকে লুকিয়ে তারা অবৈধভাবে হাঙ্গেরিতে প্রবেশের চেষ্টা করছিল। রোমানীয় সংবাদমাধ্যম স্টিরিপেসার্সের খবরে এমন তথ্য জানানো হয়েছে। খবরে বলা হয়েছে, ট্রাকটির চালক ছিলেন এক ইউক্রেনীয়। তিনি অস্ট্রিয়া যাচ্ছিলেন।

মঙ্গলবার আরাদ সীমান্ত পুলিশ জানিয়েছে, ‘যাচাইয়ের সময় আমাদের সহকর্মীরা নিশ্চিত করেছেন যে, ট্রাকে লুকিয়ে থাকা ব্যক্তিরা বাংলাদেশ এবং মিশরের নাগরিক। তাদের বয়স ১৯ থেকে ৪০ বছরের মধ্যে। খবরে বলা হয়েছে, এসব অভিবাসীরা তাদের ব্যক্তিগত নথির ভিত্তিতে বৈধভাবে রোমানিয়ায় প্রবেশ করেছিলেন। ইউক্রেনীয় ট্রাক চালকের বিরুদ্ধে অভিবাসী পাচারের অভিযোগের তদন্ত করা হচ্ছে। এছাড়া ট্রাকে লুকিয়ে থাকা ব্যক্তিদের বিরুদ্ধে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার ও প্রতারণার তদন্ত করা হচ্ছে।

গত মাসে ইউরোপের আরেক দেশ বুলগেরিয়ার রাজধানী সোফিয়ার কাছে একটি পরিত্যক্ত ট্রাক থেকে কমপক্ষে ১৮ জনের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহগুলোর মধ্যে ছিল শিশুও। সে সময় খবরে বলা হয়েছিল, পরিত্যক্ত গাড়িটি প্রায় ৪০ জন অভিবাসীকে অবৈধভাবে পরিবহন করছিল। এরই মধ্যে উদ্ধারকৃত জীবিতদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। বুলগেরিয়ার স্বরাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছিল, পরিত্যক্ত ওই ট্রাকে থাকা ব্যক্তিরা ঠাণ্ডা, আদ্র অবস্থায় ছিল এবং তারা কয়েকদিন ধরে ছিলেন না খাওয়া।

তুরস্ক, আফগানিস্তানসহ মধ্যপ্রাচ্য থেকে বিপুল সংখ্যক অভিবাসনপ্রত্যাশী ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে প্রবেশের চেষ্টা করে। এ কাজে তারা বিভিন্ন রুট ব্যবহার করে থাকেন।

Related Posts

Next Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

I agree to the Terms & Conditions and Privacy Policy.

ফেসবুকে ইউরোপ বাংলা