Saturday, এপ্রিল ২০, ২০২৪

দেশে করোনা ভাইরাসের টিকা নিয়েছে ৪৮ লাখের বেশি মানুষ

 ডেস্ক রিপোর্টঃ দেশে এ পর্যন্ত ৪৮ লাখ ৪০ হাজার ৯৬৯ জন মানুষ করোনা টিকা গ্রহণ করেছেন। এরমধ্যে ৩০ লাখ ৪০ হাজার ৫২২ জন পুরুষ এবং ১৮ লাখ ৪৪৭ জন নারী রয়েছেন। আর ৬১ লাখ ৯৮ হাজার ৩৭৮ মানুষ টিকার জন্য নিবন্ধন করেছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

 

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘন্টায় সারাদেশে ৮০ হাজার ২২২ জন করোনা টিকা গ্রহণ করেছেন। এদের মধ্যে পুরুষ ৪৪ হাজার ১১ এবং নারী ৩৬ হাজার ২১১ জন।

এ পর্যন্ত ঢাকা বিভাগে টিকা গ্রহণ করেছেন ১৫ লাখ ১৭ হাজার ৬৯ জন। এরমধ্যে ঢাকা মহানগরীতে ৭ লাখ ৭২ হাজার ৪৪৮, ময়মনসিংহ বিভাগে ২ লাখ ১৬ হাজার ২২১, চট্টগ্রাম বিভাগে ৯ লাখ ৮৮ হাজার ৭৯, রাজশাহী বিভাগে ৫ লাখ ৩৭ হাজার ৬৪৮, রংপুর বিভাগে ৪ লাখ ৭৮ হাজার ২৫৮, খুলনা বিভাগে ৬ লাখ ৩২ হাজার ৪৮৮, বরিশাল বিভাগে ২ লাখ ১৬ হাজার ২৮৪ এবং সিলেট বিভাগে ২ লাখ ৫৪ হাজার ৯২২ জন করোনা টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৭ জানুয়ারি করোনার টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন করেন। ওই দিন ২১ জনকে টিকা দেয়া হয়। পরদিন রাজধানীর ৫টি হাসপাতালে ৫৪৬ জনকে পর্যবেক্ষণমূলক টিকা দেয়া হয়েছিল।

এরপর গত ৭ ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী গণ টিকাদান কর্মসূচি শুরু হয়। টিকা গ্রহণকারী ব্যক্তিদের মধ্যে এখনো তেমন কোন পার্শ্বপ্রতিক্রিয়ার খবর পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ

ইউরোপ বাংলা

ইউরোপ বাংলা

একজন ফ্রিল্যান্স রাইটার, ব্লগার, এডুকেশনাল কনসালট্যান্ট, ক্যারিয়ার কাউন্সিলর, উদ্যোক্তা।

Related Posts

Next Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

I agree to the Terms & Conditions and Privacy Policy.

ফেসবুকে ইউরোপ বাংলা