Friday, এপ্রিল ২৬, ২০২৪

এয়ারপোর্ট কন্ট্রাক্ট বন্ধের লক্ষ্যে প্রশাসনের বিশেষ ফোর্স গঠন

ডেস্ক রিপোর্টঃ  বাংলাদেশী নাগরিকদের বৈধ  ভিসায় বিদেশ আসার ক্ষেত্রে প্রধান প্রতিবন্ধকতার সৃষ্টি হয় ঢাকা বিমানবন্দর থেকে। যাত্রীদের এয়ারপোর্ট কন্ট্রাক্ট ছাড়া ভিসা থাকা সত্ত্বেও অফলোড সইল মেরে দেয়া হয়, এটা যেন নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এবার প্রশাসন একটু নজরদারি করতে যাচ্ছে মনে হচ্ছে। 

অনেকেই আবার মানব পাচারের কাজে বাংলাদেশীদের এয়ারপোর্ট কন্ট্রাক্ট এর নামে পার করে দিচ্ছে অনায়াসে। এইট কিছু দিন আগে দুবাইয়ে ভিজিট ভিসায় যেতে ইমিগ্রেশনের নামে এয়ারপোর্ট কন্ট্রাক প্রতারণার অভিযোগে এক প্রতারককে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন। আটক প্রতারক মনির খানকে বিমানবন্দরের ম্যাজিস্ট্রেট কোর্টে প্রেরণ করলে ১৫ দিনের কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আমেদ জামিল।

বাংলাদেশ পুলিশের ভেরিফাইড ফেইসবুক পেইজে আজকে এক বিজ্ঞপ্তিতে বলা হয় কেউ যেন এয়ারপোর্ট কন্ট্রাক এর নামে প্রতারনায় না পরেন। এবং যদি কেউ এমন আশ্বাস ডেয় তাহলে যেন মিমানবন্দরের দেয়া এই নাম্বার গুলিতে অভিযোগ দায়ের করেন। আমি হুবুহ তাদের ফেইসবুক পোস্টটি তুলে ধরছি।।

 

এয়ারপোর্ট কন্ট্রাক্ট নামে প্রতারণার ফাঁদে পা দিবেন না।
সম্মানিত বিদেশ গমনেচ্ছু যাত্রীসাধারণের দৃষ্টি আকর্ষণ করছি –
দয়া করে প্রতারণার ফাঁদে পা দিবেন না।
এয়ারপোর্ট কন্ট্রাক্ট এর নামে কেউ অর্থ চাইলে নিম্নোক্ত নম্বরে অভিযোগ করুন ঃ
বিশেষ পুলিশ সুপার, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর, ঢাকা – ০১৩২০০০৫১১১
বিশেষ পুলিশ সুপার, ইমিগ্রেশন প্রশাসন, এসবি, ঢাকা – ০১৩২০০০৫১০২
এডিশনাল ডিআইজি (ইমিগ্রেশন), এসবি, ঢাকা – ০১৩২০০০৫০৩৫
ডিআইজি (ইমিগ্রেশন), এসবি, ঢাকা – ০১৩২০০০৫০০৬

 

ইউরোপ বাংলার অন্যান্য সংবাদ পড়ুনঃ

 

ইউরোপ বাংলা

ইউরোপ বাংলা

একজন ফ্রিল্যান্স রাইটার, ব্লগার, এডুকেশনাল কনসালট্যান্ট, ক্যারিয়ার কাউন্সিলর, উদ্যোক্তা।

Related Posts

Next Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

I agree to the Terms & Conditions and Privacy Policy.

ফেসবুকে ইউরোপ বাংলা