Thursday, মে ২, ২০২৪

করোনা মহামারীর কেড়ে নিল পর্তুগালে বসবাসরত এক বাংলাদেশি প্রবাসী যোদ্ধাকে!

ইউরোপ বাংলা ডেস্কঃকরোন ভাইরাসে আক্রান্ত হয়ে পর্তুগাল এক বাংলাদেশি প্রবাসী যুবক ওসমান গনি মৃত্যুবরণ করেছেন ।মরহুম ওসমান গনির মৃত্যুতে পর্তুগালে বাংলাদেশ কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে

মরহুমের পৈত্রিক বাড়ি বৃহত্তর নোয়াখালীর ফেনী জেলার অন্তর্গত, মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৩ বছর, তিনি করোনাভাইরাস আক্রান্ত হয়ে তিনি পর্তুগালের রাজধানী লিসবনে নিজগৃহ আইসোলেশনে ছিলেন, গত চার-পাঁচ দিন যাব তার শারীরিক অবস্থার অবনতি হয়, তবে রবিবার তার শ্বাসকষ্ট শুরু হলে তিনি স্থানীয় আলমাদা হাসপাতালে ভর্তি হন. চিকিৎসাধীন অবস্থায় রবিবার ১০ ই জানুয়ারি আনুমানিক রাত ৮:৩০ মিনিটে মৃত্যুবরণ করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৩ বছর, পারিবারিক বন্ধু পর্তুগালের স্বনামধন্য ব্যবসায়ী এবং বৃহত্তর নোয়াখালী অ্যাসোসিয়েশন পর্তুগালের সভাপতি জনাব জাহাঙ্গীর আলম সূত্রে জানা যায় – বাংলাদেশের নিজ বাড়িতে তার স্ত্রী এবং নবাগত এক পুত্র সন্তানের পিতা তিনি, নবাগত পুত্র সন্তানের সাথে মিলিত হওয়ার জন্য বাংলাদেশ যাবার প্রস্তুতি নিচ্ছিলেন এমন অবস্থায় তার মরণঘাতি করোনাভাইরাস আক্রান্ত হন এবং পৃথিবীর মায়া ত্যাগ করেন।

বর্তমান করোনা মহামারী পরিস্থিতি এবং পর্তুগালের অধিক সংক্রমণ পরিস্থিতির মাঝে মরহুমের লাশ বাংলাদেশে পরিবারের নিকট পাঠানো সম্ভবপর হবে না তাই, আগামী ১৪ ই জানুয়ারি রোজ বৃহস্পতিবার বাদ জোহর CEMITERIO DE VALE FLORES. RUA DE VALE FLORES. CP – 2800-    FEIJO , ALMADA কবরস্থানে. দাফন করা হবে। তবে করণা মহামারীর বিধি-নিষেধের কারণে দশ জনের বেশি জানাজায় শরিক হওয়া যাবে নাা।

পর্তুগালে গত এক সপ্তাহের সংক্রমণ আশঙ্কাজনক হারে বাড়ছে গত কয়েক দিনে গড় সংক্রমণ ৯,০০০ এর চেয়েও বেশি এবং মৃত্যুর সংখ্যা প্রতিদিন ১০০ অতিক্রম করছে। পরিস্থিতি মোকাবেলায় সরকারের নতুন করে জরুরি অবস্থা ঘোষণা করার পরিকল্পনা করছে।

 অন্যান্য সংবাদঃ

ফরিদ আহমেদ পাটওয়ারি

ফরিদ আহমেদ পাটওয়ারি

আমি প্রবাসী বাংলাদেশী হিসেবে পর্তুগালে বসবাস করছি। এখানে জীবন-জীবিকার পাশাপাশি পর্তুগিজ এবং বাংলাদেশ কমিউনিটিতে বিভিন্ন সামাজিক কর্মকান্ডে যুক্ত রয়েছি। পর্তুগালের পথচলা ২০১৫ সালে তবে এর পূর্বে বাংলাদেশে একটি স্বনামধন্য রিয়েল এস্টেট প্রতিষ্ঠান প্রধান নির্বাহী হিসেবে কর্মরত ছিলাম। শিক্ষাজীবন ঢাকা কলেজ থেকে ২০০৪ সালে স্নাতক ডিগ্রি এবং আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং বলাখাল জে এন হাই স্কুল থেকে মাধ্যমিক । বাংলাদেশ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট থেকে ব্যবস্থাপনা বিষয়ে পোস্ট গ্রাজুয়েট কোর্স তাছাড়া শিক্ষাজীবন এবং কর্মজীবনে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, ব্যবস্থাপনা, আইটি সম্পর্কিত বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামে যুক্ত ছিলাম। ২২ বছরের কর্মজীবন কেটেছে মিডিয়া, হোটেল ম্যানেজমেন্ট, আইটি,  সেলস এন্ড মার্কেটিং এবং মার্চেন্ডাইজার হিসেবে। ফটোগ্রাফি, লেখালেখি, ভ্রমণ এবং টেকনোলজির প্রতি আগ্রহ রয়েছে শখ ও বলা যায়। এরমধ্যে লেখালেখিটা শক্ত হাতে ধরেছি, সুন্দর একটা পরিবর্তন এর আশায়। জীবনের মূল লক্ষ্য হচ্ছে সুন্দর এবং শান্তিপূর্ণ পৃথিবী গঠনে মানুষের সহযোগিতায় কাজ করে যাওয়া।

Related Posts

Next Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

I agree to the Terms & Conditions and Privacy Policy.

ফেসবুকে ইউরোপ বাংলা