
তবে গত জুলাই মাসে পার্লামেন্টে পর্তুগালের নাগরিকত্ব আইন সংশোধনের জন্য উত্থাপিত হওয়ার পর পরবর্তীতে যখন প্রেসিডেন্ট এর কাছে অনুমোদনের জন্য যায় তখন প্রেসিডেন্ট কয়েকটি বিষয়ে সংশোধনী এনে তা পুনরায় উপস্থাপনের জন্য পাঠান। এই আইনটি সংশোধনের পর পুনরায় প্রেসিডেন্টের কাছে গত সপ্তাহে উপস্থাপিত হয় এবং প্রেসিডেন্ট তা অনুমোদন দেন।
এই আইন অনুযায়ী এখন অনিয়মিত ভাবে বসবাসকারী পিতা মাতার সন্তান জন্ম হলেও সে পর্তুগিজ নাগরিকত্ব পাবে বা দুজনের মধ্যে একজন পর্তুগালে নিয়মিতভাবে বসবাস করলে তাদের সন্তান পর্তুগিজ নাগরিকত্ব পাবে। ইতিপূর্বে যা ছিল পাঁচ বছর এবং পরবর্তীতে দুই বছর এখন তা করে হলো এক বছর তবে কোনভাবেই অনিয়মিত অভিবাসীদের সন্তান পর্তুগিজ নাগরিকত্ব পাওয়ার অধিকারী হতো না।
তাছাড়া বৈবাহিক সূত্রে পর্তুগিজ নাগরিকত্ব পেতে হলে পূর্বে সাড়ে তিন বছর সময় লাগতো কিন্তু বর্তমান আইনে তা তিন বছর করা হয়েছে এবং আরো বিভিন্ন অনুচ্ছেদে সময় উপযোগী কিছু সংশোধন করা হয়েছে।