Friday, এপ্রিল ১৯, ২০২৪

আমেরিকার কিছু স্টেট আবারো বন্ধ করল বার, রেস্তোরাঁ

আমেরিকার ৯ রাজ্যেকে রেড জোন হিসাবে ঘোষণা .

ইউরোপ বাংলা ডেস্কঃ  বিশ্বের মোট কোভিড১৯ সংক্রমণে বিশ্বে মৃতের সংখ্যা পাঁচ লক্ষ ছাড়িয়েছে। তার মধ্যে ১,২৯,৯৯৭ ই মার্কিন নাগরিক। এই পরিসংখ্যান চিন্তার বটেই। যদিও ট্রাম্প প্রশাসন সেই নিয়ে খুব একটা চিন্তা করছে বলে মনে করেন না বিশেষজ্ঞরা।

তাদের একটাই লক্ষ্য, জনজীবন স্বাভাবিক করে তোলা। কারণ তাহলেই নির্বিঘ্নে ভোট প্রচার সম্ভব। প্রেসিডেন্ট ট্রাম্প করছেন তাই। তাঁর দেখানো পথে হেঁটেছে টেক্সাস, ক্যালিফোর্নিয়াও। খুলে দেওয়া হয়েছিল বার, রেস্তোরাঁ। ব্যবসা, বাণিজ্যও চলছিল। এবার তারা পিছু হঠল। টেক্সাসের বারগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। লস অ্যাঞ্জেলেস-সহ ক্যালিফর্নিয়ার সাতটি শহরেও বার বন্ধ করা হয়েছে। ফ্লোরিডাতেও বন্ধ থাকছে বার। বন্ধ রাখা হচ্ছে মায়ামি আর পাম সৈকতও।

৪ জুলাই স্বাধীনতা দিবসের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত। ছুটির এই সপ্তাহে কার্যত বন্ধ থাকবে বার থেকে সৈকত— সবই। যাতে মেমোরিয়াল ডে–র মতো পরিস্থিতি না হয়। মেমোরিয়াল ডে পালনের জন্য আমেরিকার সব বার, রেস্তোরাঁ, সৈকতে জড়ো হয়েছিলেন লাখ লাখ মানুষ। তাতেই করোনা সংক্রমণ লাফিয়ে বেড়েছিল। মিশিগানের একটি বারে-ই কোভিড আক্রান্ত হয়েছিলেন ৮৫ জন।

আরো পড়ুন – ১৫টি দেশের জন্য খুললো ইউরোপেীয় ইউনিয়নের দুয়ার ।

যেসব স্টেটে সংক্রমণের হার কম, সেগুলোও বার, রেস্তোরাঁ খোলার বিষয়ে দ্বিতীয়বার ভাবনাচিন্তা করছে। সোমবার নিউ জার্সি জানিয়ে দিয়েছে, এখনই ইনডোর রেস্তোরাঁ, বার খুলছে না তারা। নিউ ইয়র্ক এই নিয়ে সিদ্ধান্ত নেবে বুধবার। নিউ জার্সির গভর্নর ফিল মার্ফি জানিয়েছেন, বাইরে খোলা জায়গায় বসে খাওয়াদাওয়া করলে সংক্রমণ তুলনামূলক কমে। কিন্তু ইনডোরে সেই ঝুঁকি বেশি। তাই সেগুলো বন্ধ রাখা হয়েছে। আজ আমেরিকায় এক দিনে নতুন করে সংক্রামিত হন ৩৭ হাজার ৯৬৩ জন। বেশির ভাগই কমবয়সি। বসবাস দেশের পশ্চিম এবং দক্ষিণে। তার পরেই কঠিন হয়েছে কিছু স্টেট।  তবে সর্বমোট এই পর্যন্ত আক্রান্ত হয়েছে ২৭ লক্ষ ১৯ হাজার ৭৭৪ জন।

 

আরও খবর

 

                        ইউরোপ বাংলায় লিখতে চাইলে 

প্রবাসের ঘটে যাওয়া চারপাশের  নানান কাহিনী, আচার – অনুষ্ঠান, গল্প, ভ্রমণ কাহিনী, কবিতা, অভিবাসন সংক্রান্ত তথ্য,  নিজের লেখা ও ছবি পাঠাতে পারেন আমাদেরকে। আমরা নতুন নতুন ফিচারে আপনার লিখা প্রকাশ করবো। আমাদের কাছে আপনার লিখা পাঠানোর ঠিকানা – [email protected] আজই আপনার লিখা পাঠান

Related Posts

Next Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

I agree to the Terms & Conditions and Privacy Policy.

ফেসবুকে ইউরোপ বাংলা