Thursday, এপ্রিল ২৫, ২০২৪

১৫টি দেশের জন্য খুললো ইউরোপেীয় ইউনিয়নের দুয়ার ।

ইউরোপীয় ইউনিয়নের ২৭টি সদস্য রাস্ট্র আজ ১৫টি দেশের জন্য তাদের দুয়ার খুলে দিতে সম্মত হয়েছে । যদিও কিছু কিছু ইন্টারন্যাশনাল নিউজে এসেছে ১৪টি দেশের খবর । শেষ খবর পাওয়া পর্যন্ত চীনকে নিরাপদ দেশের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে । বাকী দেশ গুলি হলো, আলজেরিয়া, অস্ট্রেলিয়া,কানাডা, জর্জিয়া, জাপান, মনতেনেগ্রো, মরক্কো, নিউজিল্যান্ড, রোয়ান্ডা, সার্বিয়া, দক্ষিন কোরিয়া, তিউনিশিয়া, থাইল্যান্ড, উরুগুয়ে এবং চীন । আমেরিকা এবং ব্রাজিল সেই তালিকায় জায়গা পায়নি ।

ইউরোপীয় ইউনিয়নের কাউন্সিল থেকে এক বিবৃতিতে জানানো হয় , আমাদের কাঁছে ৫৪ টি দেশের ড্রাফট লিস্ট ছিলো, তন্মধ্যে আমরা আপাতত ১৫ টি দেশের ট্যুরিস্টদেরকে ইউরোপের জন্য নিরাপদ মনে করছি । এবং প্রত্যেক দুই সপ্তাহ অন্তর অন্তর পরিস্তিতি রিভিউ করা হবে এবং লিস্ট আপডেট করা হবে ।
তবে প্রত্যেকটি সদস্য দেশের নিজ রাস্ট্রের জন্য সিদ্ধান্ত নেবার এখতিয়ার থাকবে ।
অন্য সকল দেশ থেকে ইউরোপীয় ইউনিয়নে আসা আগের মতোই নিষিদ্ব থাকবে তবে ইউনিয়নের নাগরিক কিংবা রেসিডেন্ট হোল্ডার এবং তাদের পরিবারের সদস্যরা আসতে কোনো বাঁধা থাকবে না ।

ইউরোপবাংলা/এসএইচ

Related Posts

Next Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

I agree to the Terms & Conditions and Privacy Policy.

ফেসবুকে ইউরোপ বাংলা