
- অনলাইনের মাধ্যমে টিকেট বুকিং করতে পারেন, এক্ষেত্রে টিকিট বুকিং মেশিন, ট্রাভেল এজেন্ট সরাসরি না গিয়ে অনলাইনে বুকিং সম্পন্ন করতে পারেন।
- মেশিন এড়িয়ে পূর্বে অনলাইনে চেক ইন করুন
- বিমানসংস্থার নির্দেশনার সময়ের পূর্বে উপস্থিত হন এবং দেড় থেকে 2 মিটার নিরাপদ দূরত্ব বজায় রাখুন।
- এয়ারপোর্ট, স্টেশন বা বন্দরে আপনাকে মাস্ক পড়তে হবে।

- আপনাকে মুখে মাস্ক পড়তে হতে পারে
- আপনি যদি পরিবার ছাড়া একা ভ্রমণ করেন সে ক্ষেত্রে আপনাকে অন্যান্য যাত্রীদের থেকে আলাদা বসতে হতে পারে।
- আপনাকে হয়তোব পেছন দরজা দিয়ে আরোহন করতে হতে পারে।
- বিমানের অভ্যন্তরে আপনি কোন প্রকার খাবার বা পানি ক্রয় করতে পারবেন না এবং যতটা সম্ভব আপনার আসন এর চারপাশে হাতের স্পর্শ থেকে বিরত থাকতে হবে।
- গেস্ট এর জন্য তথ্যগুলো ভালো করে পড়ে নিন
- আশেপাশের কমন স্পেস এর সাথে দেড় থেকে দুই মিটার দূরত্ব বজায় রাখুন।
- অন্যান্য সাধারণ সংক্রমণ প্রতিরোধক ব্যবস্থা যেমন: হাঁচি কাশি দেওয়ার সময় টিস্যু ব্যবহার করুন বা কোন কাজ করে মুখ আড়াল করে নিবেন, প্রতিনিয়ত হাত জীবাণুমুক্ত রাখবেন সাবান পানি দিয়ে হাত ধুয়ে বা অ্যালকোহল যুক্ত হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করে।
- ফেস মাস্ক ব্যবহার করবেন।
- যখন আপনার ব্যাগের সংগ্রহ করবেন তখন অবশ্যই দূরত্ব বজায় রাখবেন
- আপনার ভ্রমণ শেষ হওয়ার পর যদি আপনার ভ্রমণ সঙ্গী ভ্রমণকালীন সময়ে যার সাথে আপনার যোগাযোগ হয়েছে তার যদি করোনাভাইরাস ধরা পড়ে সে ক্ষেত্রে আপনি সচেতন থাকবেন এবং সংক্রমণ রোধে সহায়তা করবেন। তবে এ বিষয়টি সম্ভবত মোবাইল অ্যাপসের মাধ্যমে হতে পারে , তবে এতে আপনার ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা অক্ষুন্ন থাকবে।
- আপনি টিকিটের অর্থ ফেরত নিতে পারেন বা নতুন টিকেট নিতে পারেন।
- পরিবহন সংস্থা আপনাকে ভাউচার ও দিতে পারে।
ধন্যবাদ ভাই। অতি জরুরী কিছু ইনফরমেশন তুলে ধরার জন্য। ভ্রমণ প্রিয় মানুষেরা আপনার এই পোস্ট টি পড়ে উপকৃত হবে এবং অনেক কিছু জানতে পারবে।
ধন্যবাদ সাথে থাকার জন্য।