
কোভিড ১৯ এর তান্ডবে মুষড়ে পড়েছে গোটা বিশ্ব। আর অতি মাত্রার এই ভাইরাসের সংক্রমণ থেকে রেহাই পেতে সামজিক দূরুত্বকেই সচেতনতার একটি বড় অংশ হিসেবে দেখছেন সবাই। ব্রাজিলেও করোনার তান্ডব শুরু হয়েছে।
সংক্রমণের নিরিখে ইতালিকেও পেছনে ফেলে দিয়েছে লাতিন আমেরিকার দেশটি। সোমবার সকাল পর্যন্ত সেখানে করোনা আক্রান্তের সংখ্যা ২ লাখ ৪১ হাজার। ইতালিতে মোট আক্রান্ত হয়েছেন ২ লাখ ২৫ হাজার
কিন্তু বিশেষজ্ঞদের অভিযোগ, করোনা সংক্রমণ দিন দিন বাড়লেও এখনও কার্যত বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন না দেশটির প্রেসিডেন্ট। রোববারও তার আচরণে এর আভাস মিলেছে।খবর ডয়েচে ভেলের।
এ দিন প্রেসিডেন্টের প্যালেসের সামনে কিছু আন্দোলনকারী জড়ো হয়েছিলেন। এক সময় প্রেসিডেন্ট বলসোনারোও তাদের কাছে পৌঁছে যান। কথা বলেন। সামাজিক দূরত্বের তোয়াক্কা না করে সেলফি তোলেন তিনি।
বলসোনারোর জানান, আন্দোলনকারীদের বক্তব্যের সঙ্গে তিনি একমত। সে জন্যই তাদের সঙ্গে কথা বলেছেন। তার মতে, গণতন্ত্র আগে রক্ষা করতে হবে, তারপর অন্য সব কিছু। যদিও বিশেষজ্ঞরা বলছেন, করোনাকে প্রাথমিকভাবে গুরুত্ব দেয়া হয়নি ব্রাজিলে। সে কারণেই আজ দেশটির এই অবস্থা।
রোববারেও এক হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন ব্রাজিলে। মৃত্যু হয়েছে পাঁচশ জনেরও বেশি লোকের। এই পরিস্থিতিতে স্বয়ং প্রেসিডেন্ট যদি সামাজিক দূরত্ব না মানেন, তাহলে সমস্যা আরও বাড়বে।
তথ্য – আওয়াজবিডি।
>>ইউরোপ বাংলার বহির্বিশ্বের অন্যান্য খবর – শরীরের তাপমাত্রা ৩৭.৮° সেলসিয়াস হলে বিমানে চড়তে দেয়া হবে না – এয়ার বাল্টিক
>>ফ্রান্স এবং জার্মানির ৫০০ বিলিয়ন ইউরোর ইউরোপীয় পুনরুদ্বার বিলের প্রস্তাব