Friday, মে ৩, ২০২৪

নিউজিল্যান্ডে ২৫০টি পাইলট তিমির মৃত্যু

ইউরোপ বাংলা ডেস্ক : নিউজিল্যান্ডের প্রত্যন্ত চ্যাথাম দ্বীপের সমুদ্রসৈকতে আটকা পড়ে প্রায় ২৫০টি পাইলট তিমি মারা গেছে। শনিবার দেশটির সরকার এ তথ্য জানিয়েছে। নিউজিল্যান্ডের সংরক্ষণ বিভাগ জানিয়েছে, পাইলট তিমিরা ডলফিন পরিবারের সদস্য। গতকাল শুক্রবার দ্বীপটির উত্তর-পশ্চিমে তারা আটকা পড়ে।

এক বিবৃতিতে বিভাগটি আরও জানায়, হাঙরের আক্রমণের ঝুঁকি থাকায় এগুলো পুনরায় ভাসিয়ে দেওয়া সম্ভব হয়নি। কারণ হাঙর মানুষ ও তিমি উভয়কেই আক্রমণ করতে পারে। কনজার্ভেশন বিভাগ জানায়, একটি প্রশিক্ষিত দল আরও দুর্ভোগ এড়াতে বেঁচে থাকা তিমিদের সহজ প্রক্রিয়ায় মৃত্যুর ব্যবস্থা করেছে। তাছাড়া নিউজিল্যান্ড ও চ্যাথাম দ্বীপের আদিবাসীরা সহযোগিতা করতে সেখানে উপস্থিত ছিল।

বিভাগটি আরও জানায়, এখন আটকে পড়া সব পাইলট তিমিরই মৃত্যু হয়েছে। প্রতিবেদনে বলা হয়, চ্যাথাম দ্বীপে তিমিদের আটকে পড়ার ঘটনা নতুন নয়। ১৯৮১ সালে এখানে আনুমানিক এক হাজার তিমি আটকে পড়ে। মাত্র দুই সপ্তাহ আগে অস্ট্রেলিয়ার প্রত্যন্ত পশ্চিম তাসমানিয়ায় ২০০ তিমির মৃত্যু হয়। যদিও এসময় ৪৪টিকে পানিতে ভাসিয়ে দিতে সক্ষম হয় সেখানের কর্তৃপক্ষ।

Related Posts

Next Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

I agree to the Terms & Conditions and Privacy Policy.

ফেসবুকে ইউরোপ বাংলা