Thursday, এপ্রিল ১৮, ২০২৪

বাংলাদেশ দূতাবাস লিসবন বাংলাদেশীদের জন্য চালু করেছে করোনা হেল্পলাইন

পর্তুগালের বসবাসরত বাংলাদেশিদের জন্য দূতাবাস কর্তৃপক্ষ করোনা হটলাইন চালু করেছে। পাশাপাশি বাংলাদেশ দূতাবাস লিসবন, পর্তুগালের বাংলাদেশীদের জন্য খাদ্য সহায়তা দিচ্ছে। পর্তুগালে অবস্থানরত কোন বাংলাদেশীর আবাসনের অসুবিধা হলে দূতাবাস কর্তৃপক্ষের সাথে যোগাযোগের জন্য একটু হটলাইন চালু করেছেন . বাংলাদেশ দূতাবাসের ” কোভিড -১৯” সংক্রান্ত হটলাইনঃ ৯২০ ৫২৬ ৫৬৩ . উপরোক্ত নাম্বারের বাংলাদেশীরা  তাদের যেকোনো করোনা সংক্রান্ত বিষয়ে অসুবিধার সম্মুখীন হলে হটলাইনে কল করে দূতাবাস কর্তৃপক্ষকে অবহিত করার অনুরোধ করা হয়েছে .

তাছাড়া যেসকল বাংলাদেশীরা আর্থিক সমস্যার মধ্যে দিয়ে দিন পার করতেছেন তাদের জন্য কে এককালীন খাদ্য সহায়তা দিচ্ছেন তারা। দূতাবাসের খাদ্য সয়হায়তা পেতে চাইলে আপনাকে ৩ টা ষ্টেপ অনুসরণ করতে হবে .

প্রথমে কোভিড-১৯ সহায়তা আবেদন  করতে হবে তাদের ওয়েবসাইটে গিয়ে ..
bdootlisbon.com লগইন করুন
# কোভিড-১৯ সহায়তায় ক্লিক করুন
# ফরমটি পূরণ করে Send করুন

পর্তুগালের আরো খবর পড়ুন – পর্তুগাল ষ্টেট অফ ইমারজেন্সি আগামী মে ১, পর্যন্ত বর্ধিত করেছে.

তাছাড়া বাংলাদেশী বিভিন্ন কমিউনিটি গ্রূপ লিসবনে বাংলাদেশী যারা আর্থিক সংকটে আছে তাদের জন্য কাজ করে যাচ্ছেন।  সোশ্যাল সিকিউরিটি থেকে কিভাবে সাহায্য পাবেন সেটার ব্যাপারেও বাংলাদেশ দূতাবাস সাহায্য করে যাচ্ছেন।

তথ্যের উৎস – বাংলাদেশ দূতাবাস লিসবন ফেইসবুক পেইজ .

ইউরোপ বাংলা

ইউরোপ বাংলা

একজন ফ্রিল্যান্স রাইটার, ব্লগার, এডুকেশনাল কনসালট্যান্ট, ক্যারিয়ার কাউন্সিলর, উদ্যোক্তা।

Related Posts

Next Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

I agree to the Terms & Conditions and Privacy Policy.

ফেসবুকে ইউরোপ বাংলা