ইউরোপ বাংলা ডেস্কঃগত বৃহস্পতিবার যুক্তরাজ্য পর্তুগালকে ভ্রমণ বিধিনিষেধ তালিকা থেকে উন্মুক্ত করার পর হতে গত চার দিনে পর্তুগালের পর্যটন নগরী আলগার্ভে আগামী সেপ্টেম্বর অক্টোবর মাসের জন্য হোটেল এবং গেস্ট হাউসে বুকিং শুরু হয়েছে।

বিখ্যাত হোটেল গ্রুপ পেস্তানা সিইও যোজে থিওটনিও স্থানীয় পত্রিকাকে জানিয়েছে যে গত কয়েকদিনে ৫০% বুকিং বৃদ্ধি পেয়েছে , আলগার্ভ হচ্ছে পর্যটকদের পছন্দের শীর্ষে এরপর লিসবন, পর্তু এবং মাদেইরা। তবে অ্যাসোসিয়েশন অফ হোটেল এবং টুরিস্ট এন্টারপ্রাইস অফ আলগার্ভ এর সভাপতি এলিডেইরিকো ভেইগাস জানিয়েছেন এই আরো কিছুদিন সময় লাগবে এই বুকিং এর অবস্থা বিবেচনার জন্য।
ইউরোপের গেস্টহাউস ভিত্তিক ব্যবসা প্রতিষ্ঠান এয়ার বিএনবি এর ভিত্তিক এক কোম্পানি জানিয়েছে গত কয়েকদিনে আলগার্ভ সমুদ্রতীরবর্তী আলবুফেরা, কোয়ারতেইরা, লাগোস অঞ্চলের গেস্ট হাউস গুলোতে গরে ৪০ শতাংশ বুকিং হয়েছে।
বিমান সংস্থা রাইয়ান হেয়ার যুক্তরাজ্য থেকে ফারু এয়ারপোর্টে ভ্রমণকারীর সংখ্যা ৪০০ শতাংশ থেকে ১২৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং তারা ফ্লাইট এর সংখ্যা বাড়ানোর ঘোষণা দিয়েছে। পর্তুগিজ ফ্ল্যাগশিপ বিমান সংস্থা টাপ পর্তুগাল জানিয়েছে, যুক্তরাজ্য থেকে পর্তুগালে ভ্রমণকারীর সংখ্যা ব্যাপক হারে বেড়েছে।
উল্লেখ্য যে ,পর্তুগিজ টুরিজম-এর অন্যতম বাজার হচ্ছে যুক্তরাজ্য প্রতিবছর কমপক্ষে ২ মিলিয়ন ব্রিটিশ পর্যটক পর্তুগাল ভ্রমণ করে তবে বর্তমানে করোনা পরিস্থিতির কারণে যুক্তরাজ্য পর্তুগালে ভ্রমণে বাধানিষেধ আরোপ করায়। গ্রীষ্মের ভ্রমণের পিক মৌসম আগস্ট মাসে পর্তুগাল ব্রিটিশ পর্যটকদের আকর্ষণ করতে ব্যর্থ হয় তবে আশা করা যাচ্ছে উক্ত বিধিনিষেধ উঠে যাওয়ায় দেরিতে হলেও পর্যটনের কিছুটা ক্ষতি পুষিয়ে নেয়া যাবে।


































