ইউরোপ বাংলা ডেস্কঃকরোনা মহামারীর পৃথিবীতে অনেক গুলো পরিবারের মাঝেই এর দাগ কেটে রাখছে, সে প্রক্ষাপটে পর্তুগালে প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী ফারুক আহমেদ লিটন কাদেরী এর একমাত্র শিশু কন্যা ৪ মাস ২১ দিন বয়সী আয়েশা আহমেদ করোনাভইরাসে আক্রান্ত হয়ে গত ১৮ই আগস্ট পর্তুগালের স্থানীয় সময় ৪ টা ৪৫ মিনিটে শিশুদের জন্য বিশেষায়িত একটি হাসপাতালে মৃত্যুবরণ করে। শিশু আয়েশার মৃত্যুতে পর্তুগালের বাঙালি কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে।

পরিবারের পক্ষ থেকে জানিয়েছে যে গত জুলাই মাসে পুরো পরিবারটি করোনা ভাইরাসে আক্রান্ত হয়, কিছুদিন আগে পরিবারের সকল সদস্য রোগমুক্ত হলেও শিশু আয়েশা সেরে উঠতে পারেনি, তবে শিশু আয়েশার জন্ম পরবর্তী হৃদরোগের জটিলতা ধরা পড়ে এবং তার চিকিৎসা চলছিল কিন্তু করোনার থাবায় শিশু আয়েশা পেরে উঠতে পারেনি।
পর্তুগালে এই প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত কোন শিশুর মৃত্যু হল তাই পর্তুগালের স্বাস্থ্য মন্ত্রণালয় এবং সকল স্বাস্থ্যকর্মী , সংবাদকর্মী, * বিভিন্ন পর্যায়ে জনগণ শোক প্রকাশ করেছেন।
এবং এই শিশু আয়েশার মৃত্যুর খবর পর্তুগালের বিভিন্ন জাতীয় পত্রিকায় প্রকাশিত হয়েছে।
আজ ২০ই আগস্ট পর্তুগালের রাজধানী লিসবনে অবস্থিত লুমিয়ার কবরস্থানে শিশু আয়েশার দাফন সম্পন্ন করা হবে।