স্বপ্ন
মওদুদুর রহমান তানভীর
—————————— ———-
একটি স্নিগ্ধ প্রভাত
একটি সোনালি সূর্যোদয়
একটি ঝকঝকে নীলাকাশ….
একটি নিঝুম রাতে,
হৃদয়ে স্বপ্ন উঁকি মারে।
সেই স্বপ্নে দেখি বিশ্বাস আস্থা,
থাকে বিশ্বাসের যথার্থ সার্থকতা।
স্বপ্ন শুধু নয় অলীক বস্তুু
এরই নীড়ে দেখা মিলে,
হাজারো আনন্দ আর বাস্তবতার,
বাস্তব নিরেট চিত্র।
একটি নির্মল বিকেল,
একটি গোধূলী সন্ধ্যা,
একটি নীরব রাত্রি….
স্বপ্ন দেখি একটি নির্মল পরিবেশ,
থাকবে না হানানানি,
হিংসা বিদ্বেষ,গুম আর রাহাজানি
সমাজে ছড়াবে বিশ্বাসের ছড়াছড়ি।।
স্বপ্নের মাঝে আলোচনা সমালোচনা
থাকবে কত কী?
তবু স্বপ্নে বিভোর হয়ে,
আমি স্বপ্ন বেধেছি।


































