Thursday, মার্চ ২৮, ২০২৪

আর্ত কামিনী চিত্ত – রহিমা আক্তার রীমা

হে পুরুষ তুমি কি আজও আছ-
পোষণ করে মনে ধারণা ভ্রান্ত?

তুমি কি হবে না কখনো-
নারীকে উত্তপ্ত করতে আজ ও ক্ষান্ত?

ঘরে যে আছে পতিব্রত স্ত্রী তবুও-
অর্থের গরীমায় কিনে নাও,তুমি যে সম্ভ্রান্ত।

নারীদের আছে পূর্ণ স্বাধীনতা,আছে যে নারী দিবস-
তবে কেন শেঁকলে বাঁধা,লাশ আজও জীবন্ত?

অবহেলায়-অনাদরে,সুখগুলোকে মাটি করে-
পুতুলের মত নাচাতে চাও,হবেনা কি আজ ও শান্ত?

সুপ্ত জ্ঞানের অন্বেষণে যদি উন্মুক্ত হতে চায়-
শাসিয়ে থামিয়ে দাও,চাও থাক সে ঘুমন্ত।

একা চলতে চাইলে অবলা ভাব,বানাতে চাও-
তারে তোমার সুখ-অভিসারের যন্ত্র।

আমি,আমরা প্রতিবাদী নারী যারা-
দেখে যেতে চাই এর কোথায় হবে অন্ত?

দেখেছি পাশে যারে মহান পুরুষ,তার মত কি হবে?
তবেই এক সভ্য পৃথিবী সবাই নারীকে উপহার দিবে।

আরও খবর পড়ুন:

ইউরোপ বাংলা

ইউরোপ বাংলা

একজন ফ্রিল্যান্স রাইটার, ব্লগার, এডুকেশনাল কনসালট্যান্ট, ক্যারিয়ার কাউন্সিলর, উদ্যোক্তা।

Related Posts

Next Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

I agree to the Terms & Conditions and Privacy Policy.

ফেসবুকে ইউরোপ বাংলা