Thursday, এপ্রিল ১৮, ২০২৪

বিদেশী ছাত্রদের ফিরতে হতে পারে আমেরিকা থেকে !

যারা অনলাইনে ক্লাস নিবে তাদেরকে আমেরিকায় বৈধভাবে থাকার অনুমতি দিবে না ইমিগ্রেশন

বিদেশি ছাত্র-ছাত্রীদের আমেরিকা ছাড়তে হবে

 

অনলাইন ডেস্কঃ  : যেসকল বিদেশি ছাত্র-ছাত্রী আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করছেন তাদেরকে দেশে ফিরে যেতে  হতে পারে। কারণ, আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলো তাদের সব ধরনের কোর্স অনলাইনে চালু করার সিদ্ধান্ত নিতে যাচ্ছে। এমন কি গত ২ সেমিষ্টার যাবৎ অনলাইনে ক্লাস হচ্ছে ম্যাক্সিমাম বিশ্ববিদ্যালয় গুলোতে। তবে এবার একটু নেড়েচেড়ে বসেছেন ইউএস ইমিগ্রেশন কর্তৃপক্ষ।  সোমবার (৬ জুলাই) তারা জানিয়েছেন যে সেসকল আন্তর্জাতিক শিক্ষার্থী এফ-১, এম-১ ভিসায় আমেরিকায় আছে তাদের ক্লাস যদি সম্পূর্ণরূপে অনলাইনে পরিচালিত হয় তারা আমেরিকায় ছাত্র হিসাবে বৈধভাবে থাকতে পারবে না. তবে কলেজের ক্ষেত্রে কারো তত্ত্বাবধানে থেকে ক্লাস নিতে পারবে।  এমনটাই জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের অভিবাসন ও কাস্টমস বিভাগ (আইসিই)।

আমেরিকার আরো খবর : আমেরিকা থেকে আরও ১৫০ বাংলাদেশিকে ফেরত পাঠানো হচ্ছে

এটার কারণে আমেরিকায় পড়তে আসা হাজার হাজার ছাত্র-ছাত্রী ওপর প্রভাব পড়বে। যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি, বিভিন্ন ট্রেনিং প্রোগ্রাম, কিংবা নন-একাডেমিক কাজে অথবা কারিগরী শিক্ষার জন্য আমেরিকায় এসেছিলেন তাদের মহামারির এমন সময়ে ফিরে যেতে হবে।

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস নিয়ন্ত্রণে আসছে না। নিউইয়র্কসহ অন্যান্য কয়েকটি রাজ্যে করোনার প্রকোপ কমলেও বাড়তে শুরু করেছে প্রায় ৩০টি রাজ্যে। সে কারণে প্রতিদিন আক্রান্ত হচ্ছে রেকর্ড সংখ্যক। করোনার এমন সময়ে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো ক্লাস চালু করার সাহস করতে পারছে না।

 আরো পড়ুন : পর্তুগালের চাকুরিজীবিরা লে-অফেও অবকাশকালীন ভাতা পাবেন

সে কারণে তারা বিকল্প পদ্ধতি হিসেবে অনলাইনে কোর্স চালু করার পরিকল্পনা করছে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের মতো সবগুলো কোর্স অনলাইনে চলবে। এমনকী যেসব ছাত্র-ছাত্রী ক্যাম্পাসে বসবাস করেন তাদের জন্যও। সে কারণে যুক্তরাষ্ট্রে থাকা বিদেশি ছাত্র-ছাত্রীদের দেশে ফিরে যেতে হতে পারে।

এ বিষয়ে অভিবাসন ও কাস্টম বিভাগ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে যেসকল ছাত্র-ছাত্রীদের কোর্স অনলাইনে চলবে কিংবা যারা অনলাইনের কোর্সের জন্য ভর্তি হয়েছেন তাদের ভিসা দিবে না যু্ক্তরাষ্ট্র। অন্যান্যদের যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতিও দিবে না।

তথ্যসূত্র -ফোর্বস অনলাইন

অন্যান্য সংবাদ :

ইউরোপ বাংলা

ইউরোপ বাংলা

একজন ফ্রিল্যান্স রাইটার, ব্লগার, এডুকেশনাল কনসালট্যান্ট, ক্যারিয়ার কাউন্সিলর, উদ্যোক্তা।

Related Posts

Next Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

I agree to the Terms & Conditions and Privacy Policy.

ফেসবুকে ইউরোপ বাংলা