
গত জানুয়ারিতে বাগদাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ড্রোন হামলায় ইরানের জেনারেল কাসিম সোলেমানির মৃত্যু হয়। তারপর থেকেই আমেরিকার বিরুদ্ধে ইরানের ক্ষোভ তুঙ্গে। আর এবার গ্রেফতারি পরোয়ানা জারি মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে।
ইরানের সংবাদ মাধ্যম আই এস এন এ নিউজ এজেন্সির রিপোর্ট অনুযায়ী, ইরানের সরকারি আইনজীবী আলী আকাসিমেহর জানিয়েছেন যে ডোনাল্ড ট্রাম্প সহ ৩০ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। গত ৩ জানুয়ারি যে ড্রোন অ্যাটাক হয়েছিল তার জেরেই এই পরোয়ানা জারি করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে হত্যা ও সন্ত্রাসবাদের মামলা করেছে ইরান।
ট্রাম্প ছাড়া ওই তালিকায় আর কার নাম রয়েছে তা উল্লেখ করেনি তেহরানের সরকারি আইনজীবী। তবে তিনি জানিয়েছেন যে ট্রাম্পের প্রেসিডেন্ট পদে থাকার মেয়াদ শেষ হয়ে গেলেও এই মামলা চলবে। তবে ইন্টারপোল এই বিষয়ে কি করবে তা এখনো জানা যায়নি।
আরও পড়ুন ইউরোপের বর্ডার খুললেও শেনজেন দেশ গুলোতে বাংলাদেশিরা প্রবেশ করতে পারবে না .
তেহরানের সরকারি আইনজীবী জানিয়েছেন ধরিয়ে দেয়ার জন্য ইন্টারপোলের কাছে রেখে নোটিশ জারি করেছে ইরান। রেড নোটিশ হলো ইন্টারপোলের দেওয়া সর্বোচ্চ নোটিশ।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির পর দেশটির সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি ছিলেন মেজর জেনারেল কাসেম সোলেমানি।
তিনি ছিলেন বিপ্লবী গার্ডস বাহিনীর এলিট ইউনিট কুদস ফোর্সের প্রধান। বলা হচ্ছে, দেশের বাইরে ইরানের সামরিক ও রাজনৈতিক প্রভাব বিস্তারের চেষ্টায় সোলেমানি ছিলেন মূল ব্যক্তি। সাম্প্রতিক বছরগুলোতে ইরানের রাষ্ট্রপতি নির্ধারণেও তার ভূমিকা ছিল।
আরও খবর