
ডেস্ক রিপোর্ট : করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে ইউরোপের দেশ ইউক্রেনে লকডাউনের মেয়াদ ২২ মে পর্যন্ত করা হয়েছে।
সোমবার (৪ মে) দেশটির মন্ত্রী পরিষদ এক সভায় এ সিদ্ধান্ত নিয়েছে। খবর সিএনএনের।
তবে লকডাউনের কড়াকড়ি আগামী ১১ মে থেকে আংশিকভাবে প্রত্যাহার করা হবে। ফলে দেশটির পার্ক, দোকান এবং ক্যাফে সমূহ চালু করা হবে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী ইউক্রেনে ১২ হাজার ৩৩১ জন করোনভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ৩০৩ জন। দেশটিতে গত ১২ মার্চ থেকে লকডাউন শুরু হয়েছিল।
ইউরোপের আরো খবর – গ্রীসে ৫০ হাজার সিজনাল ওয়ার্কার নিবে আলবেনিয়া ও প্রতিবেশী দেশ থেকে .
ইউরোপবাংলা/এসএইচ