Saturday, এপ্রিল ২০, ২০২৪

অস্ট্রেলিয়ার থেকে দুটি বিশেষ ফ্লাইটে আসছেন আটকে পড়া বাংলাদেশিরা

 

করোনা মহামারিতে অস্ট্রেলিয়ায় চলছে তৃতীয় মাত্রার লকডাউন। অস্ট্রেলিয়া-বাংলাদেশের ফ্লাইট বন্ধ থাকায় নিয়মিত ফ্লাইট পরিচালিত হচ্ছে না।

এদিকে, আটকে পড়া বাংলাদেশিদের আগামী ৫ ও ৭ মে মেলবোর্ন ও সিডনি থেকে বিশেষ ফ্লাইটে দেশে পাঠানোর ব্যবস্থার কথা জানিয়েছে দূতাবাস।

বাংলাদেশি আম্বাসি অস্ট্রেলিয়ার মাধ্যমে অস্ট্রেলিয়ায় থাকা বাংলাদেশিদেরকে দুটি বিশেষ ফ্লাইটে বাংলাদেশে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছে। আগামী ৫ ও ৭ মে বিশেষ ফ্লাইট দুটি মেলবোর্ন ও সিডনি থেকে বাংলাদেশে পাঠানোর ব্যবস্থার কথা জানিয়েছে দূতাবাস।

অস্ট্রেলিয়ায় চলছে তৃতীয় মাত্রার লকডাউনের কারনে এ বছর বসছে না দেশটির সবচেয়ে বড় রমজান বাজার। আর এ কারণে বাংলাদেশি শিক্ষার্থীরা খণ্ডকালীন চাকরির সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।

অস্ট্রেলিয়ার সব থেকে বড় ইফতারির বাজারের চিত্র এবার অন্যরকম। এবার ইফতারি নিয়ে বসছে না কেউ। এ কারণে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্থ হচ্ছে। এছাড়া যারা এক মাসের জন্য শিক্ষার্থীরা কাজের জন্য আসতো তারাও এ বছর আর চাকরি পাচ্ছে না।

বিশ্বের অন্যান্য খবর – রাশিয়ায় করোনা ভয়াবহ পর্বে, একদিনে নতুন আক্রান্ত ১০ হাজার

ইউরোপ বাংলা

ইউরোপ বাংলা

একজন ফ্রিল্যান্স রাইটার, ব্লগার, এডুকেশনাল কনসালট্যান্ট, ক্যারিয়ার কাউন্সিলর, উদ্যোক্তা।

Related Posts

Next Post

Comments

  1. mostainbellah says:

    ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

I agree to the Terms & Conditions and Privacy Policy.

ফেসবুকে ইউরোপ বাংলা