Friday, মে ৩, ২০২৪

রাশিয়ায় করোনা ভয়াবহ পর্বে, একদিনে নতুন আক্রান্ত ১০ হাজার

 

বৈশ্বিক মহামারী করোনাভাইরাসে রাশিয়ায় আক্রান্তের সংখ্যা প্রতিদিনই লাফিয়ে বাড়ছে । এরই মধ্যে রাশিয়ায় রোববার একদিনে সর্বোচ্চ ১০ হাজার ৬২৩ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৩৪ হাজার ৬৮৭ জন। মার্চ থেকে আক্রান্তের সংখ্যায় এটি বিশ্বের সপ্তম অবস্থানে রয়েছে। খবর সিএনএন

আন্তর্জাতিক এ গণমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, দেশটিতে প্রতিদিনই পুরোনো রেকর্ড ভেঙ্গে বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। একদিনে করোনায় আক্রান্তে এটি চতুর্থ রেকর্ড। প্রতিনিয়ত আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের।

তিনি বলেন, এটি এখন আর আমাদের পেছনে নেই, আমরা নতুন এবং ভয়াবহ মহামারী পর্বের মুখোমুখি হয়েছি। ভাইরাসের মারাত্মক হুমকি এখনো রয়ে গেছে।

সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, আক্রান্তদের বেশিরভাগ রাজধানী মস্কোর অধিবাসী। দেশটিতে মোট আক্রান্তের অর্ধেকের বেশি মস্কোতে। করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত ১২৮০ জন মারা গেছেন। এর মধ্যে ৫০ শতাংশ রোগী উপসর্গবিহীন।পরিস্থিতি খুব জটিল হচ্ছে বলেও সরকারের পক্ষ থেকে জানানো হয়। গতসপ্তাহে রাশিয়া লকডাউনের মেয়াদ বাড়িয়ে ১১ পর্যন্ত করে।

স্থানীয় সংবাদমাধ্যমে বলা হচ্ছে, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বর্তমানে মস্কোর বাইরের একটি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশ পরিচালনার কাজ করে যাচ্ছেন।

আরো খবর – রাশিয়ার সেনাবাহিনীতে করোনার হানা, আক্রান্ত ২ হাজারেরও বেশি সেনা সদস্য

ইউরোপ বাংলা

ইউরোপ বাংলা

একজন ফ্রিল্যান্স রাইটার, ব্লগার, এডুকেশনাল কনসালট্যান্ট, ক্যারিয়ার কাউন্সিলর, উদ্যোক্তা।

Related Posts

Next Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

I agree to the Terms & Conditions and Privacy Policy.

ফেসবুকে ইউরোপ বাংলা