Thursday, মে ২, ২০২৪

আবারও বিশ্বের শীর্ষ ধনীর জায়গা দখল করলেন ইলন মাস্ক

ইউরোপ বাংলা ডেস্ক : ‘ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স’ অনুযায়ী ইলেকট্রিক গাড়ি নির্মাতা টেসলা এবং মাইক্রো ব্লগিং সাইট টুইটারের সিইও ইলন মাস্ক আবারও বিশ্বের শীর্ষ ধনীর তালিকার শীর্ষে উঠে এসেছেন।

গত বছরের ডিসেম্বরে ফরাসি বিলাসবহুল ব্র্যান্ড লুই ভিটনের সিইও বার্নার্ড আর্নল্ট ইলন মাস্কের জায়গা দখল করে নিয়েছিলেন। মাস্ক দুই মাসেরও বেশি সময় ধরে দ্বিতীয় স্থানে ছিলেন। ব্লুমবার্গের মতে, টেসলার স্টক বৃদ্ধি পাওয়ায় মাস্ক আবার শীর্ষ ধনীর পদ ফিরে পেয়েছেন। ব্লুমবার্গের হিসাব অনুযায়ী, গতকাল ইলন মাস্কের মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১৮ হাজার ৭১০ কোটি ডলারে, যেখানে বার্নার্ড আর্নল্টের সম্পদের পরিমাণ ১৮ হাজার ৫৩০ কোটি ডলার।

এই বছর টেসলার শেয়ারের মূল্য ৭০ শতাংশ বৃদ্ধির কারণে ইলন মাস্কের ভাগ্য খুলে গেছে। ২০২২ সালের অক্টোবরে ইলন মাস্ক টুইটারের মালিকানা কিনে নেন। এরপর টুইটারে বিভিন্ন ঝামেলার কারণে তার গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার শেয়ারের দরপতন হতে থাকে। তবে ২০২৩ সাল থেকে দাম আবার বাড়া শুরু করে। গত কয়েক মাসে অনেক চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে যেতে হয়েছে ইলন মাস্ককে। গত বছরের শেষ দিকে এ মার্কিন ধনকুবের বিশ্বের একমাত্র ব্যক্তি হিসেবে ২০০ বিলিয়ন সম্পত্তি হারিয়েছিলেন। ২০২১ সালের নভেম্বরে তার মোট সম্পত্তির পরিমাণ ছিল ৩৪০ বিলিয়ন ডলার। কিন্তু গত বছরের শেষ দিকে কমতে কমতে এটি ১৩৭ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছিল।

Related Posts

Next Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

I agree to the Terms & Conditions and Privacy Policy.

ফেসবুকে ইউরোপ বাংলা