Saturday, এপ্রিল ২৭, ২০২৪

গ্রুপিংয়ের থাবায় বাংলাদেশ ক্রিকেট, ভীত বিসিবি

ইউরোপ বাংলা ডেস্ক : রীতিমতো বোমা ফাঁটানোর মতোই খবর দিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। বাংলাদেশ দলের ড্রেসিংরুমে চলছে গ্রুপিং। যা নিয়ে বেশ ভীত বোর্ড প্রধান। পছন্দের খেলোয়াড় দলে নেওয়া, বারবার সুযোগ দিয়ে প্রতিষ্ঠিত করা, ভালো সম্পর্কের সুযোগ কাজে লাগিয়ে কোচদের আস্থা অর্জন করার ঘটনা ঘটছে। অনেকদিন ধরেই এসব চলছে বলে দাবি বিসিবি সভাপতির। তবে সাম্প্রতিক সময়ে তিনি এসব জানতে পেরেছেন।

ক্রিকবাজকে দেওয়া সাক্ষাৎকারে নাজমুল হাসান বলেছেন, ‘বাংলাদেশ ক্রিকেটের এই মুহূর্তে সবচেয়ে বড় সমস্যা- এই গ্রুপিং এবং এটাই বাস্তবতা। আমার আর কিছুতে সমস্যা নেই। আমি শুধুমাত্র এই গ্রুপিং নিয়ে ভীত এবং আমি সম্প্রতি এ ব্যাপারে জানতে পেরেছি। বিশ্বকাপেও তাদের হোটেলে না থাকা সত্ত্বেও যা দেখেছি, শুনেছি… আমি বিশ্বাস করতে পারছি না এটা কীভাবে সম্ভব। সুন্দর ভবিষ্যৎ দেখতে হলে আমাদের এর অবসান ঘটাতে হবে, কারণ একটা জিনিস সবারই বোঝা দরকার তা হল গ্রুপিং করার সুযোগ নেই।’

তবে এসব সমস্যার সমাধানের জন‌্য চন্ডিকা হাথুরুসিংহকে উপযুক্ত মনে করছেন নাজমুল হাসান। বিসিবি সভাপতির বিশ্বাস প্রধান কোচ নিজে এসবের সমাধান করতে পারবেন, ‘হাথুরুসিংহে আসার পর আমার মনে হচ্ছে নতুন কোনো একটা সমস‌্যা হতে পারে। আমি এখনই তা বলতে চাচ্ছি না। আমি আশা করবো সমস‌্যাটা যেন বড় না হয়। তবে সে ড্রেসিংরুমে কোনো কিছুর প্রশ্রয় দেবে না। এটাও একটা আবার সমস‌্যা। হয় সবাইকে তার পরিকল্পনা অনুযায়ী কাজ করতে হবে, নয়তো সে চলে যাবে, কারণ সে এমনই। সে যে বাংলাদেশকে আগে পরিচালনা করেছিল এবং যে দলটি সে নিচ্ছে তার মধ্যে পার্থক্য রয়েছে।’

তিনি আরো বলেন, ‘আমি অধিনায়ক ও সিনিয়র খেলোয়াড়দের সঙ্গে বসে কথা বলবো। হাথুরুসিংহের সাথে আমার কথা হলেও অনেকদিন পর আসায় তার সাথে দীর্ঘ আলোচনা করতে চাইনি। তাকে পরিস্থিতি বোঝার জন্য আমি কিছুটা সময় দেই। এরপর আমরা তার মতামত নিতে পারি।’

হাথুরুসিংহে বেশ কঠোর হবেন বলে জানিয়ে রাখলেন নাজমুল হাসান, ‘কিন্তু একটি সমস্যা আছে, কয়েকজন কোচের মধ্যে তাদের পছন্দের খেলোয়াড় বাছাই করার এবং তাকে দলে রাখার প্রবণতা রয়েছে কারণ তাদের মধ্যে ভালো সম্পর্ক রয়েছে এবং তারা তাকে বাদ দিতে পারে না। হাথুরুসিংহে এটা মেনে নেবে না। সে সুযোগ দেবে এবং দেখবে, কিন্তু যদি কোনো খেলোয়াড় ভালো না করে তাহলে কোনো না কোনো সময়ে সে হস্তক্ষেপ করবে।’

Related Posts

Next Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

I agree to the Terms & Conditions and Privacy Policy.

ফেসবুকে ইউরোপ বাংলা