
ইউরোপ বাংলা ডেস্কঃ পূর্ব ইউরোপের দেশ গুলোতে করোনা তেমন ভাবে ছড়াতে পারেন নি তারপর সতর্কতা হিসাবে সব দেশের বর্ডার বন্ধ রেখেছে, রাখা হয়েছিল লকডাউনেও। এবার খুলার পালা। ইউরোপের জনজীবনে স্বস্তি কবে আসবে ঠিক কেউ জানে না, জার্মানি, চেক রিপাবলিক, অস্ট্রিয়া ডেনমার্ক ইতিমধ্যে লকডাউন তুলে নিয়েছে, এবার আস্তে ধীরে খুটে শুরু করেছে পূর্ব ইউরোপের দেশ দেশ গুলো। লিথুয়ানিয়া ইতিমধ্যে সামাজিক দূরত্ব বজাত রেখে ক্যাফেটেরিয়া চালু করেছে। পোল্যান্ড ২য় ধাপে হোটেল। রেস্টুরেন্ট মিউজিয়াম, বাচ্চাদের কিন্ডারগার্টেন খুলার সিন্ধান্ত নিয়েছে ৪ মে থেকে. এবং সীমিত আকারে শপিংমল গুলো খুলে দেয়া হবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী Mateusz Morawiecki.
পোল্যান্ডে এই পর্যন্ত সাড়া ১২ হাজারের মত কোভিডি -১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং ৬০০ জন্যে বেশি মারা গেছে। আশা করা যাচ্ছে মে মাসের মাঝামাঝি সময়ে পোল্যান্ডে স্বাভাবিক কাজ কর্ম শুরু হবে, করোনা আক্রান্ত দেশ সমূহের সাথে পোল্যান্ডের সকল বিমান জোগাযোগ বন্ধ রাখবে পুরো মে মাস জুড়ে।
পূর্ব ইউরোপের আরো খবর – লিথুনিয়ায়- কোভিড-১৯ আক্রান্তের খবর গোপন রাখলে জেল জরিমানা