Friday, এপ্রিল ২৬, ২০২৪

তিস্তা চুক্তি না হওয়াটা দুঃখজনক: দোরাইস্বামী

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার

ইউরোপ বাংলা: বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বলেছেন, তিস্তা চুক্তি না হওয়াটা দুঃখজনক বাস্তবতা। তিনি আরো বলেন, তিস্তা নিয়ে আমরা রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে যাচ্ছি, তাদের কারণে চুক্তি করা সম্ভব হচ্ছে না। আজ সোমবার জাতীয় প্রেসক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ডিকাব) আয়োজিত ‘ডিকাব টক’ অনুষ্ঠানে ভারতীয় হাইকমিশনার এসব কথা বলেন।

পড়ুন: এই বছর কানাডায় এক্সপ্রেস এন্ট্রি প্রোগ্রামে ২৭৩৩২ জন পার্মানেন্ট রেসিডেন্স নেয়ার ডাক পেয়েছে।

বিক্রম দোরাইস্বামী বলেন, ‘আমরা এই চুক্তি নিয়ে কাজ করছি। তবে, আসন্ন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের সময়ে এই চুক্তি হবে কিনা, তা এখনই বলা সম্ভব নয়’। সীমান্তে হত্যা নিয়ে বিক্রম তিনি বলেন, সীমান্তে সব হত্যা ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী বিএসএফ ঘটায় না। এটা রোধ করতে দু’পক্ষকেই সচেষ্ট হতে হবে।

ভারতীয় হাইকমিশনার বলেন, বাংলাদেশ-নেপাল-ভুটানের মধ্যে যোগাযোগের ব্যাপারে ভারত নীতিগতভাবে একমত। কিন্তু বাংলাদেশের ভেতরে কীভাবে সেটা পরিচালনা হবে, তা এখন বাংলাদেশকে ঠিক করতে হবে। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ডিকাব প্রেসিডেন্ট পান্থ রহমান ও সাধারণ সম্পাদক একেএম মঈনুদ্দিন।

Related Posts

Next Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

I agree to the Terms & Conditions and Privacy Policy.

ফেসবুকে ইউরোপ বাংলা