Thursday, এপ্রিল ২৫, ২০২৪

স্পেনে গতো তিন মাসে বেকার হয়েছে প্রায় ১ মিলিয়ন লোক

ইউরোপ বাংলা ডেস্কঃ  স্পেনের জাতীয় পরিসংখ্যান ইনস্টিটিউট এর তথ্য মতে স্পেনে এপ্রিলের শুরু থেকে জুনের শেষ পর্যন্ত প্রায় ১০ লক্ষ ৭৪ হাজার লোক চাকরি হারিয়েছে । এর অর্থ স্পেনের বেকারত্বের হার ১৫.৩৩ % বা ত্রিশ লক্ষ সাইত্রিশ হাজার লোক ।

বছরের প্রথম কোয়ার্টারের তুলনায় দ্বিতীয় কোয়ার্টারে প্রায় ৫৫ হাজার বেশি লোক চাকরিবিহীন হিসাবে নিবন্ধিত হয়েছে। স্পেনে বছরের দ্বিতীয় কোয়ার্টারটি সাধারণত সবচেয়ে ভালো থাকে চাকরির জন্য । কেনোনা এইসময়ে ট্যুরিস্ট সিজনটা শুরু হয় এবং কৃষিখাতে প্রচুর স্বল্প মেয়াদী কর্মীর প্রয়োজন হয় । ওইসিডি এর মতে স্পেনের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ১১% পর্যটন সম্পর্কিত। জুন মাসে ব্যাংক অফ স্পেনের পূর্বাভাস ছিলো স্পেনের জিডিপি নিম্নগামী হবে ৯-১৫ ভাগ যা প্রত্যাশিত ঝুঁকি । এবং এর থেকে উত্তরন সহজ হবেনা ।

স্পেনের প্রধানমন্ত্রী সানজেছ এক টুইট বার্তায় বলেন আমাদের লক্ষ্য পরিস্কার । ইউরোপীয় ইউনিয়নের বরাদ্বকৃত টাকা দিয়ে আমরা নতুন নতুন কর্মসংস্হান সৃস্টির মাধ্যমে আমাদের জিডিপি পুনরুদ্বার করবো ।

 জুবের আহমদ পর্তুগাল থেকে।

ইউরোপ বাংলার অন্যান্য সংবাদ :

 

Related Posts

Next Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

I agree to the Terms & Conditions and Privacy Policy.

ফেসবুকে ইউরোপ বাংলা