Tuesday, এপ্রিল ৩০, ২০২৪

সাকিবের সঙ্গে মাঠের বাইরের সম্পর্ক ম্যাটার করে না: তামিম

ইউরোপ বাংলা ডেস্ক : দেশের ক্রিকেটের দুই পোস্টার বয় সাকিব আল হাসান ও তামিম ইকবালের মধ্যে ব্যক্তিগত সম্পর্ক দীর্ঘদিন ধরে ভালো না। হঠাৎ করে এটি আলোচনায় আসে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের এক সাক্ষাতকারে। তার ভাষ্য দুজনের সম্পর্কের অবনতির কারণে দলে প্রভাব পড়ছে। তবে ওয়ানডে অধিনায়ক তামিম স্পষ্টভাবে জানিয়েছেন মাঠের মধ্যে তাদের সবকিছুই ঠিক, মাঠের বাইরে কি সেটা কোনো ম্যাটার (ব্যাপার) করে না। ইংল্যান্ড সিরিজের আগে রোববার সংবাদ সম্মেলনে এমন দাবি করেন তামিম।

তামিম বলেন, ‘আমার কাছে মনে হয় সবচেয় গুরুত্বপূর্ণ জিনিস হলো আমি, সাকিব যখন বাংলাদেশ দলের জার্সি পড়ি, মাঠে যখন নামি, তখন আমি আমার সেরাটা দিই, সে তার সেরাটা দেয়। আমি যখন অধিনায়কত্ব করি তখন যেকোনো পরামর্শ চাই। সে আমাকে পরামর্শ দেয়। আবার সে যখন অধিনায়কত্ব করে তখন তার কোনো পরামর্শের প্রয়োজন হলে আমি সেটার জন্য প্রস্তুত থাকি। এর বাইরে কিছু নেই। এর বাইরে কোনো কিছু ম্যাটার করে না (নাথিং এলস ম্যাটার)।’

বিসিবি সভাপতি জানিয়েছেন দুজনের মধ্যকার সম্পর্ক ঠিক করার জন্য তিনি নিজেও চেষ্টা করেছেন। তবে সেটি সম্ভব হয়নি অনিচ্ছার কারণে। তবে বিসিবি সভাপতি কড়া বার্তাও দিয়েছেন, যাতে ম্যাচ চলাকালে এসবের প্রভাব না পড়ে।

পাপন বলেছেন, ‘তবে প্রত্যেককে আমি একটা বার্তা দিয়েছি। তা হলো- তোমাদের মধ্যে কী ঝামেলা চলছে তা আমি জানি না। কিন্তু ম্যাচের সময়, সিরিজ চলার সময় যখন তোমরা একসঙ্গে খেলছো তোমাদের ভেদাভেদ সামনে আসা যাবে না। প্রত্যেকে নিশ্চয়তা দিয়েছে, এটা ম্যাচ চলাকালে প্রকাশ পাবে না।’

আজ তামিমও যেন সেই সুরে কথা বলেছেন, নিশ্চয়তা দিয়েছেন মাঠে খেলার সময় দুজনের সম্পর্কের বিষয়টি কোনো প্রভাব পড়বে না, ‘আমার কাছে মনে হয় এই জিনিসগুলো যদি ঠিক থাকে… আমি একটা সংস্করণের অধিনায়ক, যখনই আমার সহায়তার প্রয়াজন হয় সে করে। আমি আপনাকে এটা নিশ্চিত করছি সে যখন অধিনায়কত্ব করে এবং আমি টেস্ট খেলি কোনো পরামর্শের প্রয়োজন হলে আমি সবসময় আছি। এটাই গুরুত্বপূর্ণ জিনিস।’

তামিম-সাকিবের মধ্যকার ব্যক্তিগত সম্পর্ক কি ঠিক হবে? এমন প্রশ্নে কৌশলি ছিলেন তামিম, ‘সম্ভব সব কিছু। যেটাই হয়েছে দুজনের মধ্যে হয়েছে। এটা দুজনের মধ্যেই থাকা উচিৎ। এটা নিয়ে কোনো মন্তব্য করবো না এখানে।’

Related Posts

Next Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

I agree to the Terms & Conditions and Privacy Policy.

ফেসবুকে ইউরোপ বাংলা