Wednesday, মে ১, ২০২৪

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন আ.লীগের নবনির্বাচিত কমিটির

ইউরোপ বাংলা ডেস্ক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটি। রোববার (২৫ ডিসেম্বর) সকাল ১০টায় ধানমন্ডিতে বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে দলের নবনির্বাচিত সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ শ্রদ্ধা নিবেদন করে।

শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, গতকালের জাতীয় সম্মেলন ছিল সুশৃঙ্খল ও স্বতঃস্ফূর্ত। শেখ হাসিনার নেতৃত্বে যে আমাদের পার্টি ঐক্যবদ্ধ সেটাই সম্মেলনের উপস্থিতি প্রমাণ করেছে। তৃতীয়বারের মতো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হওয়ার বিষয়ে তিনি বলেন, এটা আমার সৌভাগ্য যে আওয়ামী লীগের দায়িত্ব পেয়েছি এবং এটা শেখ হাসিনার সিদ্ধান্ত। কাউন্সিলরদের চোখের ভাষা মনের ভাষা বোঝেন শেখ হাসিনা।

আওয়ামী লীগের সামনে অনেক চ্যালেঞ্জ আছে জানিয়ে দলটির সাধারণ সম্পাদক বলেন, আগামী নির্বাচন, বিশ্ব পরিস্থিতি সামনে রেখে আমাদের দেশেও সংকট আছে। জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা, বিএনপির নেতৃত্বে সরকার হটানোর আন্দোলন রয়েছে। এমন পরিস্থিতিতে আওয়ামী লীগের সামনে অনেক চ্যালেঞ্জ।

তিনি বলেন, এসব মোকাবিলায় আওয়ামী লীগের নেতৃত্বে অভিজ্ঞদের রাখার সিদ্ধান্ত নিয়েছেন দলের সভাপতি। স্বাধীনতা পরবর্তীতে তিনবার দলের সাধারণ সম্পাদক হয়েছি, দায়িত্ব আরও বেড়ে গেলো।

এ সময় দলের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, ড. মো. আব্দুর রাজ্জাক, লেফটেন্যান্ট কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, শাহজাহান খান, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, কামরুল ইসলামসহ নবনির্বাচিত কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

Related Posts

Next Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

I agree to the Terms & Conditions and Privacy Policy.

ফেসবুকে ইউরোপ বাংলা