Thursday, এপ্রিল ২৫, ২০২৪

প্রাইভেট কারে পড়ল সড়কের গার্ডার, নিহত ৫

ইউরোপ বাংলা ডেস্ক : ঢাকার উত্তরায় নির্মাণকাজের গার্ডার ছিঁড়ে পড়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। উত্তরা তিন নম্বর সেক্টরের বিআরটি প্রকল্প এলাকায় সিয়াম টাওয়ারের সামনে প্রাইভেট কারের ওপর নির্মাণকাজের ক্রেনের তার ছিঁড়ে গার্ডার পড়ে। এতে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। সোমবার (১৫ আগস্ট) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। উত্তরা পশ্চিম থানার ওসি মো. মহসিন ঘটনা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় হতাহতরা সবাই একটি বৌভাতের অনুষ্ঠান শেষে বাড়ি ফিরছিলেন।

নিহতরা হলেন, রুবেল (৬০), ফাহিমা (৪০), ঝরনা (২৮), ঝরনার দুই সন্তান জান্নাত (৬) ও জাকারিয়া (২)। আহত দুজন হলেন হৃদয় (২৬) ও রিয়া মনি (২১)। এ দুজন নবদম্পতি। বউ-ভাতের অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে ফিরছিলেন তারা। প্রাইভেটকারের পেছনের সিটে বসেছিলেন তারা। নিহতরা সবাই পরস্পর নিকটাত্মীয়।

জানা গেছে, শরীয়তপুর সদরের ঢালী বাজার এলাকার বাসিন্দা রিয়া মনির সঙ্গে হৃদয়ের বিয়ে হয় গত শনিবার। আজ কাওলায় হৃদয়দের বাড়িতে ছিল বউভাতের অনুষ্ঠান। অনুষ্ঠান শেষে রিয়ার বাবা মো. রুবেল গাড়ি চালিয়ে তাদের আশুলিয়ার খেজুরবাগানে রিয়াদের বাসায় পৌঁছে দিতে যাচ্ছিলেন। এ সময় দুর্ঘটনা ঘটে। আহত হৃদয় ও রিয়ামনি এখন রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সড়কের একপাশে যানবাহন চলাচল করে। উড়াল সড়কের একটি গার্ডার ক্রেনে স্থানান্তর করার সময় চলতে থাকা প্রাইভেটকারের ওপরে পড়ে যায়। প্রকাণ্ড ওই গার্ডারের চাপে থেঁতলে যায় প্রাইভেটকারটি। গাড়ির ভেতরে যারা ছিলেন তাদের রক্তাক্ত অবস্থায় টেনে বের করে স্থানীয়রা। এর আগেও এই প্রকল্পের নির্মাণ সামগ্রী ও গার্ডার পড়ে হতাহতের ঘটনা ঘটেছিল।

Related Posts

Next Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

I agree to the Terms & Conditions and Privacy Policy.

ফেসবুকে ইউরোপ বাংলা