Wednesday, এপ্রিল ২৪, ২০২৪

জার্মানে লকডাউন তুলে নেয়ায় আক্রান্তের সংখ্যা বেড়েছে .

ইউরোপ বাংলা ডেস্কঃ  জার্মানে লকডাউন তুলে নেয়ায় আক্রান্তের সংখ্যা বাড়তেছে . জার্মানি মাস্ক পরা বাধ্যতামূলক রেখেছে সবার স্বার্থে . জার্মান স্বাস্থ্য সংস্থা হিসাবমতে গত সপ্তাহে তাদের প্যান্ডামিক এর কারণে যেখানে  আর ফেক্টর .৭০ এ ছিল সেখানে লনডাউন তুলে নেয়ার  পর .৯৭ এসে দাঁড়িয়েছে , অর্থাৎ .২৭% এই সপ্তাহে বেড়েছে গত সপ্তাহের চেয়ে . স্বাস্থ্য সংস্থা না করেন লকডাউন তুলে নেয়া হলেও সব ধরণের গণ জমায়েত এবং পাবলিক ইভেন্ট থেকে লোকজনকে বিরত থাকা উচিত।

জার্মানির আরো খবর পড়ুন : জার্মানির নতুন অভিবাসন আইন, বাংলাদেশ থেকেও আবেদন করা যাবে

 

Related Posts

Next Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

I agree to the Terms & Conditions and Privacy Policy.

ফেসবুকে ইউরোপ বাংলা