Wednesday, এপ্রিল ২৪, ২০২৪

ক্রোয়েশিয়ায় বাস দুর্ঘটনায় অন্তত ১২ জন নিহত ও ৩১ জন আহত হয়েছে

ইউরোপবাংলা ডেস্ক:  ক্রোয়েশিয়ায় বাস দুর্ঘটনায় অন্তত ১২ জন নিহত ও ৩১ জন আহত হয়েছে.

At least 12 dead after bus skids off highway in Croatia
বাসটি, দক্ষিণ বসনিয়ার একটি রোমান ক্যাথলিক উপাসনালয় মেদজুগোর্জে যাওয়ার পথে, শনিবার সকালে রাজধানী জাগরেবের প্রায় 30 মাইল (50 কিলোমিটার) উত্তরে উত্তর ক্রোয়েশিয়ার একটি হাইওয়ে থেকে ছিটকে পড়ে, পুলিশ জানিয়েছে।

পুলিশ জানিয়েছে, উত্তর ক্রোয়েশিয়ার একটি মহাসড়ক থেকে একটি বাস ছিটকে পড়ে কমপক্ষে 12 জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে।

ক্রোয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ডাভর বোজিনোভিচ সাংবাদিকদের বলেছেন, যাত্রীরা প্রাপ্তবয়স্ক তীর্থযাত্রী যারা দক্ষিণ বসনিয়ার একটি রোমান ক্যাথলিক মন্দির মেদজুগোর্জে যাচ্ছিলেন।

ক্রোয়েশিয়ান ইমার্জেন্সি মেডিকেয়ার ইনস্টিটিউটের পরিচালক মাজা গ্রবা-বুজেভিচ বলেছেন, “আমাদের মধ্যে ৪৩ জন আহত হয়েছে, তাদের মধ্যে ১২ জন মারা গেছে।

দুর্ঘটনার কারণ অনুসন্ধান চলছে, পুলিশ জানিয়েছে, বাসটি পোল্যান্ডে নিবন্ধিত ছিল ।

পোলিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র পোলিশ বেসরকারি সম্প্রচারক টিভিএন২৪কে বলেছেন, “হতাহতরা সবাই পোলিশ নাগরিক – আমরা এই মুহুর্তে এটি নিশ্চিত করতে পারি।” “বাসটিতে ওয়ারশ রেজিস্ট্রেশন প্লেট রয়েছে।

ইউরোপ বাংলার আরও সংবাদ পড়ুন:

ইউরোপবাংলা/এসএইচ

ইউরোপ বাংলা

ইউরোপ বাংলা

একজন ফ্রিল্যান্স রাইটার, ব্লগার, এডুকেশনাল কনসালট্যান্ট, ক্যারিয়ার কাউন্সিলর, উদ্যোক্তা।

Related Posts

Next Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

I agree to the Terms & Conditions and Privacy Policy.

ফেসবুকে ইউরোপ বাংলা