
ইউরোপ ডেস্কঃ বিশ্বের সব দেশের মোটামুটিভাবে ছড়িয়ে পরেছে কোভিড-১৯ ভাইরাস। ইউরোপের প্রতিটা দেশ ই লকডাউন অবস্থায় আছে, থাকবে আগামী মে মাসের ১৫ তারিখ পর্যন্ত. কবে নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হবে সঠিকভাবে কেউ জানে না . ধরে নেয়া হচ্ছে এই বছরের সেপ্টেম্বর পর্যন্ত জন জীবন স্বাভাবিক হবে না . আর আর্থিক ক্ষতির মুখে প্রতিটি দেশ ই. বিশেষ করে ইউরোপে ক্ষতির পরিমানটা বেশি হচ্ছে। এইদিকে আয়ারল্যান্ডের ইউনিভার্সিটি গুলো ব্যাপক ক্ষতিরমুখে বিদেশী ছাত্রছাত্রী ভর্তি না হওয়ায় টাইমস . বিশ্ববিদ্যালয়গুলি আশা করটেছে যে নতুন শিক্ষাবর্ষে আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৮০ শতাংশ কমে যাবে এবং ফলে কয়েক মিলিয়ন ইউরো লোকসান হবে। আইরিশ বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় দ্বারা পরিচালিত গবেষণা দ্বারা অনুমান ককরা যাচ্ছে যে বিদেশী শিক্ষার্থীদের থেকে প্রতি বছর 385 মিলিয়ন ডলারের বেশি হয়. কিন্তু বছর ক্ষতির মুখে পরতে হচ্ছে .
তাছাড়াও আরো অতিরিক্ত ১০ মিলিয়ন ইউরো ক্ষতির সমূখীন হচ্ছেন যেগুলো ইউনিভার্সিটির প্রাইভেট সেক্টর থেকে অসৎ যেমন বিদেশী ছাত্রছাত্রীদের কাছে ডর্মিটোরি ভাড়া দেয়া, অন ক্যাম্পাসে বিভিন্ন ইভেন্টের মাদ্ধমে অর্থ যায় করা প্রায় বন্ধ হচ্ছে . সর্বশেষ পরিসংখ্যানে দেখা গেছে যে গত বছর প্রায় ১৭০০০ বিদেশী শিক্ষার্থী ভর্তি হয়েছিল বিভিন্ন আইরিশ ইউনিভার্সিটিগুলোতে। ধারণা করা হচ্ছে এই বছর সেটা ৮০% ড্রপ হবে .
তথ্যসূত্রঃ আইরিশ টাইমস