Thursday, মার্চ ২৮, ২০২৪

ইউরোপিয়ান ইউনিয়ন ছাড়ছে পোল্যান্ড

ইউরোপিয় ইউনিয়নে থাকা না থাকা নিয়ে টানাপোড়েন শুরু হয়েছে পোল্যান্ডে। পোলেক্সিট বা ইউরোপীয় ইউনিয়ন থেকে পোল্যান্ডের বিচ্ছেদেরও সুর বাজছে। দেশটির আদালতও বলছে, ইইউ’র আইনের সাথে বেমানান দেশের সাংবিধানিক রীতিনীতি। এরপরই শুরু হয়েছে তুমুল বিক্ষোভ-প্রতিবাদ। ব্রিটিশদের মত দ্বিধাবিভক্ত হয়ে পড়েছেন পোলিশরাও।

গুঞ্জন শোনা যাচ্ছিলো যুক্তরাজ্যের মতো ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে যেত পারে পোল্যান্ডও। এ নিয়ে এরইমধ্যে দেশটির জনগণও কার্যত দুভাগে বিভক্ত। গত রোববারই দেশটির শতাধিক শহরে পাল্টাপাল্টি বিক্ষোভ-প্রতিবাদ হয়েছে। শুধু রাজধানী ওয়ারশ’র রাস্তায় নামে লাখো মানুষ।

তাদের বক্তব্য, ১৭ বছর আগেই গণভোটে আমরা জানিয়েছিলাম- ইইউ’র সাথে থাকতে চায় পোল্যান্ড। এখন জোটের নীতিমালাগুলো অবজ্ঞা করছে সরকার; যা খুবই বিরক্তিকর। কারণ- দিনশেষে আমরা ইউরোপিয়ান। আর ইইউ পুরোটাই চালাচ্ছেন ব্রাসেলসের আমলারা। প্রত্যেক দেশের ওপর তারা ছড়ি ঘোরাচ্ছে। সাংবিধানিক আদালতের রায় শতভাগ সঠিক, জোট থেকে বেরিয়ে যাওয়াই মঙ্গল।

গেলো বৃহস্পতিবার, দেশটির বিচারিক আদালত এক রায়ে জানান, ইইউ’র আইনের সাথে সামঞ্জস্যহীন পোল্যান্ডের সাংবিধানিক রীতিনীতি। আদালতের এমন পর্যবেক্ষণের পর উত্তেজনা তৈরি হয় পোলেক্সিট ইস্যুতে।

পোল্যান্ডের সিভিক প্ল্যাটফর্ম পার্টির প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক বলেন, দেশে যা ঘটছে, তা কারো অজানা নয়। ভুয়া বিচারিক আদালতে, সরকারের শেখানো বুলি আউড়াচ্ছেন কিছু ছদ্ম আইনজীবী। তারা ইইউ থেকে টেনে-হিচড়ে বের করতে চাইছেন পোল্যান্ডকে। ফলে, সরকারি দায়মুক্তির নামে লঙ্ঘন করতে পারবে সাংবিধানিক নীতিমালা, নাগরিক অধিকার। দুর্নীতি-জোচ্চুরিতে ভরে যাবে পোল্যান্ড।

পোল্যান্ডের আদালতের ওই রায়ে ক্ষুব্ধ ইউরোপিয়ান কমিশন। হুমকি দিয়েছে, এজন্য অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ হতে পারে দেশটির ওপর।

ইউরোপিয়ান কমিশন ফর জাস্টিস এর কমিশনার দিদিয়ের রেয়ানদার্স বলেন, পোল্যান্ডের পরিস্থিতি নিবিড়ভাবে মূল্যায়ন করা হচ্ছে। ইউরোপীয় আদালতের সম্মান-রীতিনীতি বজায় রাখতে, দেশটির ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেয়া হতে পারে। তবে, এখনো সেটি চূড়ান্ত করেনি ইউরোপিয়ান বিচারিক আদালত। ততোদিন পর্যন্ত, অন্যান্য সদস্য দেশগুলোর মতোই সুযোগ-সুবিধা ভোগ করবেন পোলিশরা।

অর্থমন্দা এবং করোনা মহামারি মোকাবেলায় ইইউ’কে খুব একটা পাশে পায়নি পোল্যান্ড। তাছাড়া, সমকামী অধিকার-জাতীয়তাবাদী সরকার ইস্যুতেও রয়েছে জোটের সাথে বিবাদ। যাতে বিচ্ছেদের দাবিও জোরালো হচ্ছে।

Related Posts

Next Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

I agree to the Terms & Conditions and Privacy Policy.

ফেসবুকে ইউরোপ বাংলা