Wednesday, মে ১, ২০২৪

আরব আমিরাতের ভ্রমণ ভিসা খুলবে ৩১ আগষ্ট থেকে

ইউরোপ বাংলা ডেস্কঃ পর্যটকদের জন্য খুলছে আমিরাতের দরজা, দুর্ভাগ্য বাংলাদেশিদের, ৩১ আগষ্ট চালু হচ্ছে আরব আমিরাতের ভ্রমণ ভিসা।

বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ প্রায় রেড লিস্টে থাকা সব কয়টি দেশের উপর থেকে চলমান নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে যাচ্ছে আরব আমিরাত। তবে কিছু নির্দিষ্ট শর্তের ভিত্তিতে এসব দেশের নাগরিকেরা ভ্রমণ ভিসায়  সংযুক্ত আরব আমিরাতে যেতে পারবেন। তবে বাংলাদেশের নাগরিকদের ক্ষেত্রে একটু সমস্যা হয়ে যাবে যদি না বাংলাদেশে বিমানবন্ধর  অতিসত্ত্বর রাপিড পিসিআর টেষ্টের ব্যবস্থা না করে.
আসুন দেখি করা সংযুক্ত আরব আমিরাতে ভ্রমণ ভিসায় যেতে পারবেন  এবং কিভাবে কাজ গুলো করবেন:
১. যাদের ভেক্সিন দেয়া তারা কেবল যেতে পারবেন আরব আমিরাতে যেতে পারবেন।  সাথে লাগবে কোভিড-১৯ নেগেটিভ সনদ এবং Rapid Test যা আমাদের বাংলাদেশের বিমানবন্দরে করা সম্ভব নয়। ফলে বাংলাদেশী নাগরিকদের জন্য এখানে একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

যারা  যাবার আগে আইসিএ এপ্সের মাধ্যমে ভেক্সিনের বিষয়ক তথ্য রেজিষ্ট্রেশন করতে হবে ।
যারা বাহিরের দেশে আছেন তারা চাইলে উপরের কন্ডিশন ফুল্ফিল করে আরব আমিরাতে প্রবেশ করতে পারবেন টুরিস্ট ভিসায়।

সারমর্ম হলো একজন নাগরিককে আরব আমিরাতে ভ্রমণ ভিসায় যেতে হলে প্রথমে ভ্যাকসিন এর কাজ সম্পুর্ন করতে হবে. ভ্যাকসিন নেয়ার পর অবশ্যই ১৪ দিন অতিবাহিত হবার পর আপনি ফ্লাই করতে পারবেন।
ফ্ল্যাইটের  আগে ৭২ ঘন্টার মধ্যে করোনা টেস্ট করে রেজাল্ট হাতে নিয়ে এয়ারপোর্ট যেতে হবে .
এবং বিমানবন্দরে যেয়ে আবার কোভিড-১৯ রাপিড টেস্ট করতে হবে.

যারা ভ্যাকসিন নিবেন ভ্যাকসিন গুলো অবশ্যই বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এর অনুমোদনপ্রাপ্ত হতে হবে.

ইউরোপ বাংলার অন্যান্য সংবাদ:

ইউরোপ বাংলা

ইউরোপ বাংলা

একজন ফ্রিল্যান্স রাইটার, ব্লগার, এডুকেশনাল কনসালট্যান্ট, ক্যারিয়ার কাউন্সিলর, উদ্যোক্তা।

Related Posts

Next Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

I agree to the Terms & Conditions and Privacy Policy.

ফেসবুকে ইউরোপ বাংলা