Friday, মে ৩, ২০২৪

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে অল ইউরোপিয়ান বাংলাদেশ এসোসিয়েশনের ভার্চুয়াল সভা

মনিকা ইসলাম, ইতালি

মনিকা ইসলাম, ইতালিঃ স্বাধীনতার ৫০ বছরের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে  অল ইউরোপিয়ান বাংলাদেশ এসোসিয়েশন (আএবিআ) অনলাইন প্লাটফর্ম এক ভার্চুয়াল সভার আয়োজন করেছে।জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়।সভার শুরুতেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ত্রিশ লক্ষ বীরশহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

সংগঠনের ভাইস-প্রেসিডেন্ট ডাক্তার জিন্নুরাইন জায়গীরদার এর সঞ্চালনায় সভাটি পরিচালনা করেন প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার ডক্টর জয়নুল আবেদিন। ভাইস-প্রেসিডেন্ট বলেন আএবিআ এর ছোট ছোট উদ্যোগগুলো দেশের উন্নয়নে অপরিসীম ভূমিকা রাখছে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে। প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার ডক্টর জয়নুল আবেদীন বলেন,কোভিদ-১৯ মহামারির সময়ে বিভিন্ন গঠন মূলক কর্মকান্ডের মাধ্যমে দেশের স্বার্থে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে প্রবাসী বাংলাদেশীদের কাছ থেকে সহযোগিতার হাত বাড়িয়েছি যা বিশ্বে সমাদৃত হয়েছে।

স্বাধীনতার ৫০ বছরে আমাদের দেশের মানুষ যেভাবে আনন্দ করছে সেই আনন্দ আমাদের মাঝেও আছে,আমরা যেমনিভাবে আমাদের দেশের কল্যাণে এগিয়ে যাই, তেমনি আমরাও আমাদের অধিকারটুকু চাই মন্তব্য করেছেন সংগঠনের ‘র সেক্রেটারি জেনারেল (মহাসচিব ) কাজী এনায়েত উল্লাহ।তিনি সংগঠনের ভাইস-প্রেসিডেন্ট ফখরুল আকম সেলিম এর ফ্রান্সের তুলুজে স্থায়ী শহীদ মিনার স্থাপনে ফ্রান্স তুলজের বাংলাদেশ কমিউনিটির স্বপ্নের বাস্তবায়নের ভূয়সি প্রশংসা করে বলেন, এ প্রাপ্তি শুধু ফ্রান্স বাসীদের নয়, বিশ্বের সকল বাংলা ভাষাভাষীদের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে আজীবন।এছাড়াও আয়েবা মহাসচিব দেশপ্রেমিক কাজী এনায়েত উল্লার অনেক দিনের স্বপ্ন ফ্রান্সে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্থাপনের, ২০১১সাল থেকে ২০২১অবদি বিভিন্ন প্রশাসনিক কর্মকাণ্ডের মাধ্যমে বাস্তবায়িত হতে যাচ্ছে স্বপ্নদ্রষ্টা এনায়েতুল্লাহ কাজীর,জাতির জনকের ভাস্কর্য স্থাপনের।

এছাড়াও ভার্চুয়াল সভায় ভাইস-প্রেসিডেন্ট ফখরুল আকম সেলিম, ভাইস-প্রেসিডেন্ট রানা তাসলিম উদ্দিন , ভাইস-প্রেসিডেন্ট আহমেদ ফিরোজ,  এক্সিকিউটিভ সদস্যদের মধ্যে আরও যারা বক্তব্য রাখেন-_নুরুল আমিন,আজহার বাবু, এমদাদুল হক স্বপন, মনোয়ার পারভেজ, মিলি আলম,আঞ্জুমান আরা বিউটি, সোনিয়া,রেজা ইকবাল,শহিদুল ইসলাম, তারেক আহমেদ, বিশিষ্ট কবি ও লেখক ফৌজিয়া তালুকদার, সাংবাদিক নুরুল ওয়াহিদ,সাংবাদিক মনিকা ইসলাম এবং যুগ্ম মহাসচিব এম এ রব মিন্টু।

উপস্থিত সকলেই স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ এদেশের স্বাধীনতা অবদানকারী সকল শহীদদের ও দু’লক্ষ মা বোন যারা সম্ভ্রম হারিয়েছেন এবং পরবর্তীতে দেশ গড়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট সকলের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন তাছাড়া ইউরোপে একটি সুন্দর বাংলাদেশ কমিউনিটি গড়ে তোলার বিষয়ে গুরুত্ব আরোপ করেন এবং আশাবাদ ব্যক্ত করেন বিশ্বে বাংলাদেশের সুনাম ছড়িয়ে দেবার ক্ষেত্রে উক্ত সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার সাথে সাথে দুঃখ-দুর্দশার প্রবাসী বাংলাদেশিদের পাশে দাঁড়িয়ে তাদের  পাশে দাঁড়াতে সক্ষম হবে।

Related Posts

Next Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

I agree to the Terms & Conditions and Privacy Policy.

ফেসবুকে ইউরোপ বাংলা