Wednesday, মে ১, ২০২৪

বেতন কমা সহ আরও যেসব শা’স্তি পেল জামালপুরের সাবেক ডিসি

ডেস্ক রিপোর্টঃ অফিসের একজন না’রী পিয়নের সঙ্গে আ’পত্তিকর স’ম্পর্কে জ’ড়ানোয় শা’স্তি হিসাবে জামালপুরের সাবেক ডিসি আহমেদ কবীরের বেতন গ্রেড কমিয়ে দিয়েছে জনপ্রশা’সন মন্ত্রণালয়।

 

উপসচিব হিসাবে তিনি বর্তমানে ৫ম গ্রেডে বেতন পান। শা’স্তির কারণে তিনি এখন ২০১৫ সালের জাতীয় বেতন স্কেল অনুযায়ী ৬ষ্ঠ গ্রেডের সর্বনিম্ন ধাপের বেতন পাবেন।

অর্থাৎ, সিনিয়র সহকারী সচিব পদোন্নতি পাওয়ার পর যে বেতন পান আহমেদ কবীর তাই পাবেন। তিনি উপসচিব পদে বহাল থাকলেও তার বেতন অর্ধেক কমে যাচ্ছে। খবর সংশ্লিষ্ট সূত্রের।

 

জনপ্রশা’সন সচিব শেখ ইউসুফ হারুন বুধবার রাতে বলেন, ‘অ’ভিযোগ প্র’মাণিত হওয়ায় তাকে এ শা’স্তি দেওয়া হয়েছে। তিনি যে অ’পরাধ করেছেন তা পুরো প্রশা’সনকে ক’লঙ্কিত করেছে।

 

তার পরিবার ও স’ন্তানের ভবিষ্যৎ চিন্তা ও সার্বিক বিষয় বিবেচনা করেই এ শা’স্তি দেওয়া হয়েছে। তিনি আর কখনো পদোন্নতি পাবেন না। এই পদ থেকেই তাকে চাকরি থেকে বি’দায় নিতে হবে। বেতনও প্রায় অর্ধেকে নেমে আসবে।’

জানা গেছে, কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা-২০১৮ অনুযায়ী গুরুদ’ণ্ড হিসাবে শা’স্তির যে বিধান রাখা হয়েছে এগুলো হচ্ছে : নিম্নপদ বা নিম্নবেতন গ্রেডে অ’বনমিতকরণ, বা’ধ্যতামূলক অবসর, চাকরি থেকে অ’পসারণ, চাকরি থেকে বরখাস্তকরণ।

 

জানা গেছে, কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা-২০১৮ অনুযায়ী গুরুদ’ণ্ড হিসাবে শা’স্তির যে বিধান রাখা হয়েছে এগুলো হচ্ছে : নিম্নপদ বা নিম্নবেতন গ্রেডে অ’বনমিতকরণ, বা’ধ্যতামূলক অবসর, চাকরি থেকে অ’পসারণ, চাকরি থেকে বরখাস্তকরণ।

 

শা’স্তির কারণে এখন থেকে তিনি ২০১৫ সালের জাতীয় বেতন স্কেল অনুযায়ী ৬ষ্ঠ গ্রেডের সর্বনিম্ন ধাপের বেতন পাবেন। পঞ্চম গ্রেডে তার মূল বেতন প্রায় ৭০ হাজার টাকা। এখন তিনি মূল বেতন পাবেন ৩৫ হাজার টাকা। স’ঙ্গে সংগতিপূর্ণ অন্যান্য ভাতা-সুবিধা পাবেন।

 

জামালপুরের ডিসি থাকাকালে অফিসের অফিস সহায়ক সানজিদা ইয়াসমিন সাধনা নামে একজন না’রীর স’ঙ্গে আহমেদ কবীরের আ’পত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছ’ড়িয়ে পড়েন। ২০১৯ সালের ২৩ অক্টোবর বিষয়টি জানাজানির পর ব্যাপকভাবে স’মালোচনার মুখে তাকে ডিসি পদ থেকে প্র’ত্যাহার করা হয়।

ইউরোপ বাংলার আরো সংবাদঃ

স্পেনের কথা বলে মরক্কোর পাচার , দা’লাল গ্রে*ফতার

ইউরোপ বাংলা

ইউরোপ বাংলা

একজন ফ্রিল্যান্স রাইটার, ব্লগার, এডুকেশনাল কনসালট্যান্ট, ক্যারিয়ার কাউন্সিলর, উদ্যোক্তা।

Related Posts

Next Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

I agree to the Terms & Conditions and Privacy Policy.

ফেসবুকে ইউরোপ বাংলা