Wednesday, এপ্রিল ২৪, ২০২৪

মাল্টা দুজন ফরাসি নাগরিককে আটক করেছে নকল কোভিড- ১৯ সার্টিফিকেট ব্যবহারের কারণে।

ইউরোপ বাংলা ডেস্কঃ  দু’জন ফরাসী নাগরিককে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং তৃতীয় একজনকে মাল্টা ছাড়ার চেষ্টা করার সময় নকল কোভিড -19 পরীক্ষার ফলাফল ত্যাগ করার সময় শর্তসাপেক্ষে অব্যাহতি দেওয়া হয়েছে। নকল করোনার সার্টিফিকেট নিয়ে মাল্টা ত্যাগ করার সময় তাদের মাল্টার ভেলেটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে আটক করা হয় এবং ৩ইয় বাক্তি লিবিয়ার নাগরিককে নকল সার্টিফিকেট প্রদানকারী প্রতিষ্ঠানের সন্ধান দেয়ার শর্তে ছেড়ে দেয়া হইছে।

এয়ারপোর্ট কর্তৃপক্ষের কাছে মিথ্যা ঘোষণা দেওয়া এবং  নকল সার্টিফিকেট ব্যবহার করার অপরাধে দোষী সাব্যস্ত করার পরে ফ্রান্সের প্রোভেন্সের বাসিন্দা তাবতনি স্যামুয়েল ফ্যাবরিজিও নুমা (২ 26) এবং ফ্রান্সের প্রোভেন্সের মাইকেলোসি আরনাড মেরিন জিন (২৫) উভয়কে ৪ বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে। মাল্টা আন্তর্জাতিক বিমানবন্দরে মিথ্যা নথিপত্র ব্যবহারের কারণে শুনানি শেষে দোষী সাব্যস্ত করা হয় এবং ব্যান করার সিধান্ত নেয়া হয়। লিবিয়ান নাগরিককে গতকাল গ্রেফতারের পর  জিজ্ঞাসাবাদ করা হয় তিনি কার মাধ্যমে এই নকল করোনার সনদ পেয়েছেন। তিনি জেনে শুনেই এমনটা করেছেন সাক্ষ্য দিয়েছেন আদালতে। তার ফ্যামিলির সাথে দেখা করতে তড়িঘড়ি করে মাল্টা ছেড়ে চাওয়ার জন্য তিনি এমনটি করেছেন শিকার করেছেন। তবে পুলিশ মনে করছে তার কোন সহযোগী রয়েছে এই কাজে তাকে সাহায্য করার মত। যদিও লিবিয়ান নাগরিকেও শরত সাপেক্ষে ছেড়ে দেয়া হয়েছে পরে এবং ভবিষ্যতে সতর্ক থাকার জন্য পরামর্শ দিয়েছেন।

 

ইউরোপ বাঙ্গার অন্যান্য সংবাদঃ

 

 

ইউরোপ বাংলা

ইউরোপ বাংলা

একজন ফ্রিল্যান্স রাইটার, ব্লগার, এডুকেশনাল কনসালট্যান্ট, ক্যারিয়ার কাউন্সিলর, উদ্যোক্তা।

Related Posts

Next Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

I agree to the Terms & Conditions and Privacy Policy.

ফেসবুকে ইউরোপ বাংলা