Wednesday, নভেম্বর ২৯, ২০২৩

নতুন প্রেমে মজেছেন নেইমারের মা, প্রেমিকের বয়স ২২ বছর

ইউরোপ বাংলা ডেস্কঃ ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের বাবা-মায়ের মধ্যে বিচ্ছেদ ঘটেছে প্রায় চার বছরে মতো হতে চললো। নেইমারের ৫২ বছর বয়সী মা নাদিন গনসালভেস এতদিন একাই ছিলেন। অবশেষে এই বছরে এসে নতুন প্রেমে জড়িয়েছেন নাদিন। নতুন প্রেমিকের নাম থিয়াগো রামোস। যার বয়স ২২ বছর। বয়সের হিসাবে নেইমারের চেয়েও ৬ বছরের ছোট রামোস। তবে মায়ের ৩০ বছর পার্থক্যের অসম প্রেম সহজভাবেই নিয়েছেন নেইমার। মেনেও নিয়েছেন তিনি।

১৯৯১ সালে নেইমারের বাবা ওয়াগনার রিবেরিওর সঙ্গে ঘর বাঁধেন নাদিন। দীর্ঘ ২৫ বছর তাঁরা একে অপরের সাথে ছিলেন। ২০১৬ সালে এসে ছাড়াছাড়ি হয় তাঁদের মধ্যে। এরপর থেকে নেইমার ও তাঁর বাবা রিবেরিও একসঙ্গেই থাকেন। তবে মায়ের সঙ্গেও সুসম্পর্ক আছে নেইমারের।

সম্প্রতি রামোসের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান নেইমারের মা নাদিন। এই যুগলের একটি ছবি নেইমারের মা ইনস্টাগ্রামে নিজের অ্যাকাউন্টে প্রকাশ করেন। যার ক্যাপশনে লিখেন, ‘এর (এই সম্পর্কের) কোনো ব্যাখ্যা নেই। এমনই থাকতে চাই।’

এর নিচে তাদের শুভকামনা জানিয়ে নেইমার লিখেন, ‘সুখী হও মা। তোমাকে ভালোবাসি।’ এমনকি নেইমারের বাবাও আশীর্বাদ জানিয়েছেন তাকে।

ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমের খবর অনুযায়ী ২২ বছর বয়সী রামোস একজন গেমার। যিনি ফ্রি ফায়ার গেমটি খেলেন। এ ছাড়া তিনি একজন মডেলও। ৪কে ইজি নামের একটি গেম দলের সদস্য তিনি। নেইমারেরও সুপারফ্যান রামোস।

২০১৭ সালে নেইমারকে ক্ষুদেবার্তাতে রামোস জানিয়েছিলেন, ‘নেইমার তুমি ফ্যান্টাস্টিক। তোমার মতো একজনের ভক্ত হওয়ার আবেগটা কিভাবে প্রকাশ করব জানি না। আমি তোমার খেলা দেখি, অনুপ্রাণিত হই। আমি তোমার সাথে দেখা করতে চাই। আর আমি স্বপ্নবাজ তরুণ। একদিন তোমার সঙ্গে দেখা করবোই। আর নিজের লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত হাল ছাড়ি না আমি।’

রামোসের এই স্বপ্ন সত্যি হয়েছিল গত জানুয়ারিতেই। গত ফেব্রুয়ারিতে নেইমারের ২৮তম জন্মদিনে উপস্থিত ছিলেন রামোস।

তথ্যসুত্র : ডেইল সান ইউএস

ইউরোপ বাংলা

ইউরোপ বাংলা

একজন ফ্রিল্যান্স রাইটার, ব্লগার, এডুকেশনাল কনসালট্যান্ট, ক্যারিয়ার কাউন্সিলর, উদ্যোক্তা।

Related Posts

Next Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

I agree to the Terms & Conditions and Privacy Policy.

ফেসবুকে ইউরোপ বাংলা