
ইউরোপ বাংলা ডেস্কঃ
ভ্রমণ ভিসায় যারা ফ্রান্স আটকে পড়েছেন কোভিড ১৯ কারণে তাদের জন্য প্রোভিসিয়াল রেসিডেন্ট পার্মিট অনুমোদন দেয়া হয়েছে
ফ্রান্সে অবস্থানরত শেনজেন ভিসায় ভ্রমণকারীরা যারা করোনাভাইরাস মহামারীজনিত কারণে এবং বিশ্বব্যাপী আরোপিত ভ্রমণ বিধিনিষেধের কারণে ফ্রান্সে রয়েগেছেন তাদেরকে বৈধ করার জন্য অস্থায়ী আবাসনের অনুমতি দেয়া হবে।
ফরাসী কূটনীতিক ওয়েবসাইটগুলির একটি বিজ্ঞপ্তি অনুসারে, ফ্রান্সের ভ্রমণকারীরা যাদের শেঞ্জেন ভিসার সর্বাধিক ৯০ দিনের জন্য বাড়াতে পারেন অথবা শেঞ্জেন ভিসা ৯০ দিনের বেশি হয়ে গেলে অস্থায়ী আবাসনের অনুমতি নিতে পারেন।
ইউরোপ বাংলার আরো খবর : আমেরিকার শীর্ষ ১০ উদীয়মান প্রকৌশলীর স্বীকৃতি পেলেন ওয়াকিল
যাদের শেঞ্জেন ভিসার মেয়াদ শীঘ্রই শেষ হয়ে যাবে এবং দেশে ফিরে যেতে পারছেন না করোনা ভাইরাস কারণে তাদের জন্য শেঞ্জেন ভিসের মেয়াদ বাড়িয়ে দেওয়া হবে অথবা প্রোভিসিয়াল রেসিডেন্ট পার্মিট দেওয়া হবে অস্থায়ীভাবে বসবাস করার জন্য। তবে সেইক্ষেত্রে নিকটতম প্রিফেকচারের সাথে যোগাযোগ করার জন্য আপনাকে আমন্ত্রণ জানানো হয়েছে।
যারা করোনা ভাইরাস শুরু হওয়ার আগে ভিসা পেয়েছিল কিন্তু করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে যাতায়াত করতে অক্ষম ছিলেন। পুনরায় ভিসা সেবা চালু করার পর সহজতর পদ্ধতি ব্যবহার করে ভিসা দেয়ার হবে তবে নতুন করে আবার আবেদন করতে হবে।
কোভিড -১৯ স্বাস্থ্য সঙ্কটের কারণে ফ্রান্সের ভিসা পরিষেবাগুলি পরবর্তী বিজ্ঞপ্তি না হওয়া পর্যন্ত স্থগিত রয়েছে।
অন্যান্য খবর –
- পর্তুগালের লিসবন সহ সারাদেশে ১লা জুলাই থেকে কঠোর নতুন নিয়ম
- শিশু-কিশোরদের নিরাপদ ইন্টারনেট ব্যবহারে ২১ টিপস
- বুলগেরিয়ান প্রধানমন্ত্রীকে মাস্ক না পরায় ১৪ হাজার টাকা জরিমানা।
ইউরোপবাংলা /আতাউর রহমান