Thursday, এপ্রিল ২৫, ২০২৪

ইউরোপে এসাইলাম বা রাজনৈতিক আশ্রয়ে যে জিনিস গুলো মাথা রাখা উচিত !

ডেস্ক রিপোর্ট :  আমাদের এশিয়ার দেশসমূহ থেকে আগত অভিবাসীরা আশ্রয়ের আবেদনে কথায় কথায় অর্থনৈতিক সমস্যার ব্যাপারে বলেন।(আমি গরীব,নিঃস্ব,ঘর নেই,খাবার নেই ইত্যাদি)।আমাদের মত দেশের ব্যক্তিদের জন্য অর্থনৈতিক সমস্যাকে আশ্রয় পাওয়ার হাতিয়ার বানালে নির্ঘাত ভুল করবেন।গ্রীক বা যেকোন ইউরোপীয় ইউনিয়নের দেশ আমাদের ক্ষেত্রে অর্থনৈতিক সমস্যাকে বিবেচনায় না নেওয়ার সম্ভাবনা বেশি।এ-সকল দেশ থেকে ইউরোপীয় দেশে একজন অভিবাসী বা শরনার্থী হিসেবে আপনার আশ্রয় পাওয়ার জন্য বাস্তব সত্য কোন সমস্যা এবং সেটা সঠিক রেফারেন্সের মাধ্যমে উপস্থাপন করে আশ্রয় পাওয়ার আবেদন করতে পারেন।এক্ষেত্রে নিম্নোক্ত বিষয়গুলোকে আমলে নিনঃ

-রাজনৈতিক হামলা-মামলার স্বীকার(সঠিক রেফারেন্সঃহামলার তথ্য,ভিডিও,মামলার কাগজ,পত্রিকার নিউজ কাটিং থাকা লাগবে)।

-ঘূর্ণিঝড়,বন্যা কিংবা নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত হলে(সঠিক রেফারেন্স,ভিডিও ক্লিপ ইত্যাদি লাগবে)

-শারীরিক অসুস্থ হয়ে থাকলে উপযুক্ত ডাক্তারি প্রমানাদি সহ উপস্থাপন করতে পারেন।

-বংশগত শত্রুতা বা প্রেম-ভালোবাসা নিয়ে সামাজিক সমস্যা(তথ্য-প্রমানাদিসহ)।

-আপনার পরিবার যেকোন ধরনের সন্ত্রাসী হামলার স্বীকার হয়ে থাকলে(রেফারেন্স উল্লেখযোগ্য)

-যেকোন ধরনের মিথ্যা মামলায় ফেসে থাকলে(রেফারেন্স উল্লেখযোগ্য)

-ভূমিদস্যু বা জমি-জমা নিয়ে বিরোধীদের জেরে ক্ষতিগ্রস্ত হয়ে থাকলে(রেফারেন্স লাগবে)।

-নিজ ধর্ম নিয়ে অবহেলার স্বীকার বা আক্রমণের স্বীকার হয়ে থাকলে(রেফারেন্স উল্লেখযোগ্য)।

-সামাজিকভাবে যুক্তিগত ঋণেগ্রস্থ বা দেউলিয়া হয়ে থাকলে(রেফারেন্স উল্লেখযোগ্য)।

-সামাজিব ভাবে সমাজে বা দেশে আপনার জীবন-যাপনে সমস্যা হয়ে থাকলে(রেফারেন্স উল্লেখযোগ্য)।

-আপনি জন্মপরিচয়হীন বা এতিম হলে(রেফারেন্স উল্লেখযোগ্য)।

-পারিবারিক কলহ অথবা পারিবারিক ভাবে সমস্যা থাকলে(রেফারেন্স উল্লেখযোগ্য)।

উপরোক্ত যেকোন বিষয় যদি আপনার বাস্তবতার সাথে মিলে যায়,তাহলে উপযুক্ত তথ্য-প্রমাণাদি সহ, সে বিষয়ের উপর সাবলীল ভাবে নির্ভয়ে আশ্রয়য়ের জন্য আবেদন করুন।মনে রাখবেন আপনার মনোবল এবং বাস্তবতাই আপনাকে সাফল্য এনে দিবে।

 লিখেছেন : মোহাম্মদ অলিউর রাফি – গ্রীসের আইন অভিবাসী ও রাজনৈতিক আশ্রয় পেজের পরামর্শক .

 

ইউরোপ বাংলা

ইউরোপ বাংলা

একজন ফ্রিল্যান্স রাইটার, ব্লগার, এডুকেশনাল কনসালট্যান্ট, ক্যারিয়ার কাউন্সিলর, উদ্যোক্তা।

Related Posts

Next Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

I agree to the Terms & Conditions and Privacy Policy.

ফেসবুকে ইউরোপ বাংলা