Thursday, এপ্রিল ২৫, ২০২৪

আজ থেকে পর্যটকদের জন্য খুলছে ইতালীর দুয়ার !!

 

ইউরোপ বাংলা ডেস্ক  : ইতালি আজ থেকে সীমান্তগুলিকে খুলে দিয়েছে !! প্রায় তিন মাস আগে শুরু হওয়া লকডাউন শেষ হয়েছে গতোকাল !! এই সময়বহির্বিশ্বের সাথে এমনকি অভ্যন্তরীন চলাচলে ছিলো কঠোর নিষেধাজ্ঞা !! তবে আজ বুধবার থেকে এই বিধিনিষেধ প্রত্যাহার করাহয়েছে এবং বেশিরভাগ দেশ থেকে আগতদের ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে না।

ইউরোপীয় ইউনিয়নের ২৬ টি দেশ সহ আইসল্যান্ডনরওয়েসুইজারল্যান্ডযুক্তরাজ্যআন্ডোরামোনাকোসান মেরিনো এবংভ্যাটিকান সিটির  থেকে আগত পর্যটকরা ইতালিতে প্রবেশের ক্ষেত্রে কোনও বিধিনিষেধের মুখোমুখি হবেন না।

ইতালির তিনটি বড় শহর মিলানরোম এবং নেপলসে আন্তর্জাতিক ফ্লাইট শুরু হবে শিগ্রই।

প্রধানমন্ত্রী গিউসেপ্পে কন্টি একটি টেলিভিশন ভাষণে সীমান্ত খুলে দেওয়ার ঘোষণা দিয়ে বলেন: “আমি জানিআমরা করোনাভাইরাস পুনরায় সংক্রমণের  ঝুঁকির মধ্যে রয়েছি , এবং আমাদের সতর্কতার সহিত পথ চলতে হবে !! কিন্তু অর্থনীতিকে সচলরাখার জন্য আমাদেরকে সীমান্ত খুলে দিয়ে নতুন করে শুরু করতে হবে !! আমরা এখন যদি শুরু না করি তাহলে হয়তো আরকখনোই শুরু করতে পারবো না !!  

ইতালি হচ্ছে ইউরোপের প্রথম দেশযেখানে করোনাভাইরাসটি মারাত্বকভাবে আঘাত এনেছিলো। ইতালি করোনা ভাইরাসে প্রথমমৃত্যুর কথা জানায় ফেব্রুয়ারির শেষের দিকে !! আর পরবর্তী তিন মাসে প্রায়   ৩৩,০০০ এরও বেশি লোক প্রান হারায় কভিড১৯ !! 

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এই প্রথম গভীর মন্দার মুখোমুখি হতে যাচ্ছে দেশটি !! কারণ বেশকিছু শিল্প কারখানা অনেকদিনতালাবন্ধ থাকায় তা পুরোপুরিই বন্ধ হয়ে গেছে !! করোনা ভাইরাস মহামারির ফলে দেশটির অনেকগুলি শিল্পকে ধ্বংস এবংঅর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে !! অর্থনীতিকে পুনরায় সচল করার জন্য ইতালীয় সরকার গ্রীষ্মের পর্যটকদের উপর অনেকটাইনির্ভর করে আছে !! 

ইউরোপ বাংলা/জেএ

Related Posts

Next Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

I agree to the Terms & Conditions and Privacy Policy.

ফেসবুকে ইউরোপ বাংলা