Friday, এপ্রিল ২৬, ২০২৪

জার্মানি শনিবার থেকে শিথিল করছে সীমান্তের দ্বার !

ইউরোপ বাংলা ডেস্কঃ  ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ অর্থনীতির দেশটি আগামী শনিবার থেকে ২ মাস আগে আরোপিত বর্ডার লুক্সেমবুর্গ এর সাথে পুরোপুরি খুলে দিচ্ছে। তবে অস্ট্রিয়া, ফ্রান্স, সুইজারল্যান্ড এর সাথে কিছুটা শিথিল করা হচ্ছে অর্থাৎ উক্ত দেশগুলোতে পরিবারের সদস্যদের সহিত সাক্ষাৎ এবং ব্যবসায়িক ভ্রমণ করা যাবে। তবে লুক্সেমবার্গে ভ্রমণে কোন প্কার বাধা নিষেধ নেই যে কেউ ভ্রমণ করতে পারে।
ইউরোপের অভ্যন্তরে আগামী ১৫ ই জুন এরপর থেকে মুক্ত ভ্রমণের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে।
ইউরোপের অন্যান্য দেশ ইউরোপের ভ্রমণের নিষেধাজ্ঞা তুলে নিলেও  জার্মানিতে আগামী ১৪ ইং জুন পর্যন্ত বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা রয়েছে।
জার্মান পররাষ্ট্রমন্ত্রী বলেছেন “ইউরোপের বাইরে অন্যান্য দেশ ইতিবাচক অগ্রগতি করছে তবে আমরা স্বল্প সময়ের মধ্যে ইউরোপের অভ্যন্তরে ভ্রমণে সতর্কতার শিথিল করতে পারি।
পর্যটন খাতের ব্যাপক ধসের কারণে বুধবার ইউরোপীয়ান কমিশন সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে ধীরে ধীরে একই মানদণ্ডে সীমান্ত খুলে দেয়ার আহ্বান জানিয়েছেন।
ব্যতিক্রম রয়েছে বেলজিয়াম এবং নেদারল্যান্ডের সাথে কেননা এই দুই দেশের সাথে বর্ডার বন্ধ করা হয়নি।
ছবি : জার্মান অস্ট্রিয়ান বর্ডার
অপর দুই সীমান্তবর্তী দেশ পোল্যান্ড এবং চেক -রিপাবলিক , পোল্যান্ডের সরকার আগামী ১২ জুন পর্যন্ত সকল বর্ডার বন্ধ রাখার ঘোষণা দিয়েছে , জার্মানি তাদের সাথে আলোচনা করছে অপরদিকে চেক রিপাবলিকের সাথে কোরেনটাইন নিয়ম ঠিক রেখে সীমান্ত খুলে দেওয়ার আলোচনা চলছে তবে এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি।
তবে এখনও পর্যন্ত  কোরেনটাইন নিয়ম বলবৎ থাকছে যেমন যদি কেউ জার্মানিতে প্রবেশ করে তাহলে তাকে 14 দিন ঘরে কোরেনটাইন থাকতে হবে তবে ব্যতিক্রম সীমান্তবর্তী কর্মজীবী মানুষ, ট্রাক ড্রাইভার এবং অল্প সময়ের জন্য ভ্রমণকারী ব্যক্তিবর্গ।
গত ১৬ ই মার্চ জার্মানি উক্ত সীমান্ত বন্ধ করে দেয়, জরুরী প্রয়োজন যেমন ট্রাক ড্রাইভার, আন্তঃসীমান্ত যাত্রী, স্বাস্থ্যকর্মী এবং যার প্রয়োজনমাফিক লিখিত ভ্রমণ এর আদেশ রয়েছে তারাই শুধুমাত্র ভ্রমণ করতে পারতো।
ইউরোপবাংলা/এফএপি
ফরিদ আহমেদ পাটওয়ারি

ফরিদ আহমেদ পাটওয়ারি

আমি প্রবাসী বাংলাদেশী হিসেবে পর্তুগালে বসবাস করছি। এখানে জীবন-জীবিকার পাশাপাশি পর্তুগিজ এবং বাংলাদেশ কমিউনিটিতে বিভিন্ন সামাজিক কর্মকান্ডে যুক্ত রয়েছি। পর্তুগালের পথচলা ২০১৫ সালে তবে এর পূর্বে বাংলাদেশে একটি স্বনামধন্য রিয়েল এস্টেট প্রতিষ্ঠান প্রধান নির্বাহী হিসেবে কর্মরত ছিলাম। শিক্ষাজীবন ঢাকা কলেজ থেকে ২০০৪ সালে স্নাতক ডিগ্রি এবং আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং বলাখাল জে এন হাই স্কুল থেকে মাধ্যমিক । বাংলাদেশ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট থেকে ব্যবস্থাপনা বিষয়ে পোস্ট গ্রাজুয়েট কোর্স তাছাড়া শিক্ষাজীবন এবং কর্মজীবনে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, ব্যবস্থাপনা, আইটি সম্পর্কিত বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামে যুক্ত ছিলাম। ২২ বছরের কর্মজীবন কেটেছে মিডিয়া, হোটেল ম্যানেজমেন্ট, আইটি,  সেলস এন্ড মার্কেটিং এবং মার্চেন্ডাইজার হিসেবে। ফটোগ্রাফি, লেখালেখি, ভ্রমণ এবং টেকনোলজির প্রতি আগ্রহ রয়েছে শখ ও বলা যায়। এরমধ্যে লেখালেখিটা শক্ত হাতে ধরেছি, সুন্দর একটা পরিবর্তন এর আশায়। জীবনের মূল লক্ষ্য হচ্ছে সুন্দর এবং শান্তিপূর্ণ পৃথিবী গঠনে মানুষের সহযোগিতায় কাজ করে যাওয়া।

Related Posts

Next Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

I agree to the Terms & Conditions and Privacy Policy.

ফেসবুকে ইউরোপ বাংলা