Thursday, মে ২, ২০২৪

আবার ডুবো ‘ড্রোনের’ পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া

ইউরোপ বাংলা ডেস্ক : দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের চালানো সামরিক মহড়ার সর্বশেষ প্রতিক্রিয়া হিসেবে উত্তর কোরিয়া পরমাণু হামলায় সক্ষম আরেকটি ডুবো ‘ড্রোনের’ পরীক্ষা চালিয়েছে। সরকারি কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি জানিয়েছে, ‘উত্তর কোরিয়ার জাতীয় প্রতিরক্ষা বিজ্ঞান গবেষণা ইনস্টিটিউট ৪ থেকে ৭ এপ্রিল পর্যন্ত পানির নিচ দিয়ে পরমাণু হামলা চালাতে সক্ষম এমন কৌশলগত অস্ত্র ব্যবস্থার পরীক্ষা চালিয়েছে।’

তারা আরো জানায়, ‘ডুবো পরমাণু হামলা ড্রোন ‘হাইল-২’ পানির নিচে এক হাজার কিলোমিটার দূরত্ব পর্যন্ত স্বয়ংক্রিয় সিস্টেমে হামলা চালাতে পারে। এটা সেখানে ৭১ ঘণ্টা ৬ মিনিট ছিল।

এর আগে গত ২৪ মার্চ প্রথমবারের মতো আন্ডারওয়াটার ড্রোনের পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। ওই সময় উত্তর কোরিয়ার সরকারি গণমাধ্যমে বলা হয়, সাগরে ‘রেডিওঅ্যাকটিভ সুনামি’ ছড়িয়ে শক্রপক্ষের জাহাজ ও বন্দর ধ্বংস করার ক্ষমতাসম্পন্ন পরমাণু বোমাবাহী ড্রোনের পরীক্ষা চালানো হয়েছে। কেসিএনের খবরে বলা হয়েছে, পরীক্ষাকৃত ওয়্যারহেড পানির নিচে যথাযথভাবে বিস্ফোরণ ঘটাতে সক্ষম হয়েছে।

Related Posts

Next Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

I agree to the Terms & Conditions and Privacy Policy.

ফেসবুকে ইউরোপ বাংলা