Friday, মে ৩, ২০২৪

চক্রান্তকারীরা দেশকে সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত করেছে : ফখরুল

ইউরোপ বাংলা ডেস্ক : চক্রান্তকারীরা নি‌জে‌দের স্বা‌র্থে দেশকে সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত করে‌ছে উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘১৯৭১ সালে যে আশা-আকাঙ্ক্ষা ও স্বপ্ন নিয়ে দেশের আপামর মানুষ মহান মু‌ক্তিযু‌দ্ধে অংশ নিয়েছিলো, মানু‌ষের সেই স্বপ্ন আজও পূরণ হয়নি।’

তিনি বলেন, ‘দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন করতে আজও দেশি-বিদেশি চক্রান্তকারীরা নানামুখী ষড়যন্ত্র ক‌রে যা‌চ্ছে। সুষ্ঠু নির্বাচনকে চিরদিনের জন্য নির্বাসিত করে দে‌শের জনগণকে ক্ষমতাহীন করা হয়েছে। ফ্যাসিবাদের চরম উত্থানে দেশে এখন ত্রাসের রাজত্ব চল‌ছে।’মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শনিবার (২৫ মার্চ) এক বিবৃতিতে এসব কথা বলেন বিএন‌পি মহাস‌চিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্বাধীনতা দিবস উপলক্ষে পৃথকভা‌বে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও বাণী দিয়েছেন ।

‌বিবৃ‌তি‌তে বিএনপির মহাসচিব বলেন, ‘রাষ্ট্রপতি শহীদ জিয়ার হাত দিয়ে বহুদলীয় গণতন্ত্রের যে যাত্রা শুরু হয়েছিলো, তা বারবার বিপন্ন করার চেষ্টা করেছে চক্রান্তকারীরা। কিন্তু ‌বিএন‌পি চেয়ারপারসন বেগম খা‌লেদা জিয়া বিপন্ন গণতন্ত্রকে বারবার জীবনের ঝুঁকি নিয়ে উদ্ধার করেছেন। সেটিও আজ ধ্বংস করে গণতন্ত্রের নামে কর্তৃত্ববাদী ফ্যাসিবাদ চালু করা হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে চক্রান্তমূলকভাবে মিথ্যা মামলায় সাজা দিয়ে আটক করে রাখা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে মিথ্যা মামলায় সাজা দিয়ে নির্বাসিত করা হয়েছে।’

ফখরুল বলেন, ‘গুম, হত্যা, মিথ্যা মামলা, নির্যাতন-নিপীড়নের মধ্য দিয়ে প্রায় ৩৫ লাখ ‌নেতাকর্মী‌কে অমানবিকভা‌বে হয়রানি করা হচ্ছে। পু‌রো রাষ্ট্রকে একটি সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত করা হয়েছে। সরকার ও তার লোকজ‌নের নজীরবিহীন দুর্নীতি, সীমাহীন নির্যাতন ও দুঃশাসনের মধ্য দিয়ে বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা হয়েছে। তাই, এই মহান দিনে সব দেশপ্রেমিক মানুষের প্রতি আহ্বান- দলমত নির্বিশেষে ঐক্যের মাধ্যমে দুর্বার গণআন্দোলন গড়ে তুল‌তে হ‌বে। এই দেশ ও গণবিরোধী শক্তিকে অপসারণ ক‌রে একটি জনগণের গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ কর‌তে হ‌বে। সবাই‌ মি‌লে মানবিক মূল্যবোধ ও ন্যায়বিচারের মাধ্যমে কল্যাণমূলক রাষ্ট্র নির্মাণ করতে হবে।’

মির্জা ফখরুল বলেন, ‘লাখো মানু‌ষের রক্ত আর ত্যাগ-তিতিক্ষার বিনিময়ে মহিমান্বিত আমাদের এই স্বাধীনতা। অথচ স্বাধীনতার এত বছর পর আজও বাংলাদেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করার এক গভীর চক্রান্ত চলছে। লাখো শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে বিপন্ন করার অপতৎপরতা এখনো বিদ্যমান। সব ষড়যন্ত্র-চক্রান্ত প্রতিহত করে দে‌শের স্বাধীনতা সুরক্ষা এবং গণতন্ত্রের নুয়ে পড়া পতাকাকে সমুন্নত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এ জন্য গড়ে তুলতে হবে সুদৃঢ় জাতীয় ঐক্য।’

Related Posts

Next Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

I agree to the Terms & Conditions and Privacy Policy.

ফেসবুকে ইউরোপ বাংলা