Monday, এপ্রিল ২৯, ২০২৪

বঙ্গবন্ধুর প্রতি সুদানীদের শ্রদ্ধা নিবেদন

ইউরোপ বাংলা ডেস্ক : সুদানে শান্তিরক্ষা কার্যক্রমে নিয়োজিত বাংলাদেশি কন্টিনজেন্ট সেনাবাহিনীর নিজস্ব অর্থায়নে সেদেশের কাদুগলির মুরতা ভিলেজ এলাকায় বঙ্গবন্ধু ফ্রি মেডিক্যাল ক্লিনিক স্থাপন করেছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধার নিদর্শনস্বরূপ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের নির্দেশনায় এই মেডিক্যাল ক্লিনিক স্থাপন করা হয়। সেনাবাহিনী প্রধান সেখানে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন এলাকা সফরকালে গত ১৪ মার্চ এর উদ্বোধন করেন।

আইএসপিআর এ তথ্যসহ জানায়, স্থানীয় জনগণ এই মহতী উদ্যোগ সাদরে গ্রহণ করেছে। তারা মেডিক্যাল ক্লিনিকটির উদ্বোধন উপলক্ষ্যে বাংলাদেশের জাতীয় সংগীত গেয়ে, জাতির পিতার ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ অনুকরণ করে এবং জাতির পিতাকে নিয়ে রচিত বাংলা গান ‘তুমি বাংলার ধ্রুবতারা’ গেয়ে আনন্দোৎসব করে। তাদের এই উদযাপন ও ভালোবাসা আবারো প্রমাণ করেছে যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু বাংলাদেশেই নয় বরং বিশ্বের অন্যান্য দেশের জনগণের মনেও স্থান করে নিয়েছে।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশি ডেপুটি ফোর্স কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল বাকির, সুদানের ১৪ ডিভিশন কমান্ডার, কাদুগলির গভর্নর, সুদান ও দক্ষিণ সুদানের ন্যাশনাল মনিটর, দক্ষিণ করডোফান প্রদেশের পুলিশ কমিশনার, স্থানীয় ভিলেজ গ্রধানগণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গণমাধ্যম কর্মীরা।

Related Posts

Next Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

I agree to the Terms & Conditions and Privacy Policy.

ফেসবুকে ইউরোপ বাংলা