Friday, মে ৩, ২০২৪

সালানা জলসাকে কেন্দ্র করে উত্তপ্ত পঞ্চগড়

ইউরোপ বাংলা ডেস্ক : পঞ্চগড়ে আহমদীয়া মুসলিম জামায়াতের সালানা জালসাকে কেন্দ্র করে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে পঞ্চগড়ে। জলসা বন্ধ ঘোষণার দাবিতে বিক্ষোভ করলে পুলিশের সঙ্গে বিক্ষুব্ধ জনতার ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে অনেকেই আহত হয়েছেন।

শুক্রবার (৩ মার্চ) দুপুরে পঞ্চগড় শের-ই বাংলা পার্ক সংলগ্ন মহাসড়কে ধাওয়া-প্ল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে রাবার বুলেট, টিয়ারশেল নিক্ষেপ করতে দেখা গেছে। স্থানীয় বাসিন্দারা জানান, শুক্রবার জুমার নামাজের পর পঞ্চগড় শের-ই বাংলা পার্ক সংলগ্ন মহাসড়কে জড়ো হন স্থানীয় লোকজন। পরে জলসা বন্ধের দাবিতে বিক্ষোভ শুরু করলে তাদের বাধা দেয় পুলিশ।

এর আগে, গতকাল বৃহস্পতিবার একই দাবিতে পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়ক অবরোধ করেন স্থানীয় লোকজন। প্রায় ৫ ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন তারা। পরে বিকেল ৩টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার সফিকুল ইসলাম এসে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন এবং সমঝোতার আশ্বাস দেন। পরে বিক্ষোভকারীরা সড়ক থেকে সরে যান।

পঞ্চগড়ের পুলিশ সুপার এস. এম সিরাজুল হুদা বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি র্যাব এবং বিজিবি তৎপর রয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেদিকে নজর রাখা হচ্ছে। প্রসঙ্গত, প্রতিবছরের মতো এবারও পঞ্চগড়ের আহমদ নগরে বার্ষিক সালানা জালসার আয়োজন করেছে আহমদিয়া মুসলিম জামায়াত। তিন দিনব্যাপী এই জালসা শুক্রবার (৩ মার্চ) থেকে শুরু হয়েছে।

Related Posts

Next Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

I agree to the Terms & Conditions and Privacy Policy.

ফেসবুকে ইউরোপ বাংলা