Saturday, এপ্রিল ২৭, ২০২৪

সুন্দরবনে বাঘ গণনা, বসবে ১৩৩০ ক্যামেরা

ইউরোপ বাংলা ডেস্ক : সুন্দরবনে গতকাল রবিবার থেকে বাঘ গণনা শুরু হয়েছে। ক্যামেরা ট্র্যাপিং পদ্ধতিতে বাঘ গুনতে বনের ৬৬৫টি স্পটে এক জোড়া করে ক্যামেরা বসানো হবে। আগামী বছরের জুন মাসে জানা যাবে গণনার ফলাফল। এবার বাঘ গণনার পাশাপাশি হরিণ ও শূকরও গণনা করা হবে। তবে প্রয়োজনীয়সংখ্যক ক্যামেরা এখনো হাতে আসেনি বলে জানায় বন বিভাগ। এখন ৩৫০টি ক্যামেরা হাতে আছে। সপ্তাহখানেকের মধ্যে আরো ১০০টি ক্যামেরা আসবে। ৪৫০টি ক্যামেরা নিয়ে গণনার কাজ শুরু হচ্ছে।

বন অফিস সূত্রে জানা গেছে, বাঘের হালনাগাদ তথ্য সংগ্রহ এবং সুন্দরবনের বাঘ সংরক্ষণের জন্য পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় গত বছরের ২৩ মার্চ সুন্দরবনের বাঘ সংরক্ষণ প্রকল্পের অনুমোদন দেয়। এতে মোট ব্যয় ধরা হয়েছে ৩৫ কোটি ৯৩ লাখ ৮০ হাজার টাকা। এর মধ্যে শুধু বাঘশুমারি খাতে ব্যয় ধরা হয়েছে তিন কোটি ২১ লাখ টাকা।

সুন্দরবনের বাঘ সংরক্ষণ প্রকল্পের পরিচালক ও সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আবু নাসের মোহসিন হোসেন বলেন, এই প্রকল্পের দুটি দিক রয়েছে—একটি ক্যামেরা ট্র্যাপিংয়ের মাধ্যমে গণনা, আরেকটি খাল সার্ভের মাধ্যমে বাঘের গতিবিধি ও পায়ের ছাপ লক্ষ করা। এরই মধ্যে খালের দুই পাশে জরিপের কাজ শুরু হয়েছে। গত বছরের ১৫ ডিসেম্বর খুলনা রেঞ্জের কালাবগি ফরেস্ট স্টেশনের অধীন খালগুলোর দুই পাশে এই কার্যক্রম শুরু হয়। আর গণনার জন্য ক্যামেরা বসানোর কাজ আনুষ্ঠানিকভাবে ১ জানুয়ারি থেকে শুরু হলো। ক্যামেরা ট্র্যাপিংয়ের মাধ্যমে দুই বছর ছবি তোলা হবে। তারপর দুই মাস ছবি বিশ্লেষণ করা হবে। এর পরই বাঘের সংখ্যা জানা যাবে।

বাঘ গণনার জন্য একটি টেকনিক্যাল কমিটি করেছে বন বিভাগ। কমিটি ৬৬৫টি স্পটের মধ্যে সাতক্ষীরা রেঞ্জে ২০০টি, খুলনা রেঞ্জে ১৪০টি, শরণখোলা রেঞ্জে ১৮০টি, চাঁদপাই রেঞ্জে ১৪৫টি ক্যামেরা বসাবে। সব মিলিয়ে এক হাজার ৩৩০টি ক্যামেরা বসানো হবে। বন বিভাগের একটি সূত্র জানায়, ৪৫০টি ক্যামেরা ২২৫টি স্পটে বসানো যাবে। এ কারণে খুলনা ও সাতক্ষীরা রেঞ্জে প্রথমে ক্যামেরা বসানো হচ্ছে। বর্ষায় ক্যামেরা পরিচালনা করা জটিল; তাই নভেম্বর-ডিসেম্বর মাসে শরণখোলা ও চাঁদপাই রেঞ্জে ক্যামেরা বসানো হবে। ২০১৫ সালে সুন্দরবনের বাংলাদেশ অংশে বাঘের সংখ্যা ছিল ১০৬। ২০১৮ সালের জরিপ অনুযায়ী বাঘের সংখ্যা ১১৪।

Related Posts

Next Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

I agree to the Terms & Conditions and Privacy Policy.

ফেসবুকে ইউরোপ বাংলা