Saturday, এপ্রিল ২০, ২০২৪

যুক্তরাজ্যের ওয়েলসে করোনাআক্রান্ত হয়ে একই দিনে দুই ভাইয়ের মৃত্যু

ইউরোপ ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ওয়েলসের নিউপোট শহরের আপন দুই ভাই একই দিনে মাত্র এক ঘন্টার ব্যবধানে মৃত্যুবরণ করেছেন। তারা নিজেস্ব একটি নিউজ এজেন্ট সপের মালিক ছিলেন। তাদের মৃত্যুর মাত্র ৩ সাপ্তাহ আগে তাদের পিতাও মৃত্যুবরণ করেন।

নিহত দুই ভাইয়ের একজনের নাম গোলাম আব্বাস ৫৯, অপর ভাইয়ের নাম রেজা গোলাম ৫৩। তারা উভয়ই রয়েল জয়েন্ট হাসপিটালের আইসিইউতে ছিলেন।

গত ২২ এপ্রিল তাদের মৃত্যু হয়। এর তিন সপ্তাহ পূর্বে তাদের পিতা গোলাম মোহাম্মদ মৃত্যুবরণ করেন।

বিবিসি জানিয়েছে গত ২০ বছর যাবত নিউপোর্টের অ্যাভনমাউতের নিজেস্ব নিউজএজেন্ট সপ পরিচালনা করে আসছিলেন।

তাদের উভয়কেই সেন্ট উলোস কবরস্থানে পিতার কররের পাশাপাশি দাফন করা হয়েছে। এতে পরিবারের অল্প সংখ্যক সদস্য উপস্থিত থাকতে পেরেছিলেন।

গোলাম আব্বাসের মেয়ে রুখসার আব্বাস বিবিসিকে বলেছেন, আমি বুঝতে পারিনি আমাদের পরিবার কমিউনিটিতে কত সুপরিচিত চিলো। পরিবারের অবদান যে কতটুকু চিলো তা এখন বুঝতে পারছি। কমিউনিটির সবাই সহর্মমিতা জানাচ্ছেন। এমন কি এমপিরা পর্যন্ত। আমরা আমাদের বাবা-চাচা ও দাদার জন্য গর্ববোধ করছি।

উল্লেখ্য গোলাম মোহাম্মদ ১৯৭৭ সালে প্রতিষ্ঠিত ইসলামিক স্যোসাইটি অফ ওয়েলস মস্কের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন।

Related Posts

Next Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

I agree to the Terms & Conditions and Privacy Policy.

ফেসবুকে ইউরোপ বাংলা