Friday, মার্চ ২৯, ২০২৪

হাওয়া সিনেমার পরিচালককে আইনি নোটিশ

ইউরোপ বাংলা ডেস্ক : ‘হাওয়া’ সিনেমার পরিচালক ও প্রযোজককে একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে। তামাক নিয়ন্ত্রণ বিধিমালা অমান্য করার অভিযোগে এক আইনজীবী শনিবার নোটিশটি পাঠান। বিধি অনুসারে ধূমপানের ক্ষতিকর সতর্কবার্তা প্রদান না করা এবং সিনেমার বিভিন্ন অংশে অপ্রয়োজনে ধূমপানের দৃশ্য সংযোজন করার অভিযোগে চলচ্চিত্রটির পরিচালক, প্রযোজক, মূল চরিত্র এবং সেন্সর বোর্ডের চেয়ারম্যান বরাবর এই নোটিশ পাঠানো হয়।

এতে বলা হয়, ‘হাওয়া’ সিনেমায় বিধিমালার চরম অবমাননা দেখা গেছে। সিনেমার মূল চরিত্র চঞ্চল চৌধুরী দেশের সব শ্রেণির বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে অনেক বেশি গ্রহণযোগ্য ব্যক্তিত্ব। চলচ্চিত্রটির বিভিন্ন স্থানে অপ্রয়োজনে ধূমপানের যেসব দৃশ্য সংযোজিত হয়েছে তার সঙ্গে ধূমপানের ক্ষতিকর সতর্কবার্তা বিধি অনুযায়ী প্রদান করা হয়নি।

নোটিশে বলা হয়, দেশের তামাক বিরোধী সংগঠনগুলোর আশঙ্কা, যাদের আইডল মনে করা হয়। এদের এমন কর্মকাণ্ড তরুণদের তামাক গ্রহণে উৎসাহিত করে তুলতে পারে এবং দেশের তরুণ সমাজকে রক্ষায় সরকারি ও বেসরকারি তামাক বিরোধী কার্যক্রম বাধাগ্রস্ত হতে পারে।

Related Posts

Next Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

I agree to the Terms & Conditions and Privacy Policy.

ফেসবুকে ইউরোপ বাংলা